Corona Vaccination: একুশের ডিসেম্বরের আগেই গোটা দেশের মানুষকে করোনার টিকা দেবে কেন্দ্রীয় সরকার
ছবি ট্যুইটার

দিল্লি, ২৮ মে: ডিসেম্বর (December) মাসের আগেই সম্পূর্ণ করা হবে গোটা দেশের টিকাকরণ৷ ২০২১ সালের ডিসেম্বর মাসের আগেই গোটা দেশের মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর৷

শুক্রবার এক সাংবাদিক বৈঠকে হাজির হন জাভড়েকর ( Prakash Javadekar)৷ সেখানে তিনি জানান, ২০২১ সালের ডিসেম্বর মাসের আগে ভারতের প্রত্যেক মানুষের টিকাকরণ হবে৷ গোটা দেশের মানুষের টিকাকরণের ক্ষেত্রে কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক, সব ভ্যাকসিনকে কাজে লাগানো হবে৷ দেশের পাশাপাশি বিদেশ থেকেও ভ্যাকসিন নিয়ে এসে মানুষের টিকাকরণ করা হবে বলে স্পষ্ট জানান কেন্দ্রীয় মন্ত্রী৷

আরও পড়ুন:  Rahul Gandhi: 'ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের জন্য দায়ি প্রধানমন্ত্রীর নৌটঙ্কি', তীব্র আক্রমণ রাহুলের

প্রসঙ্গত করোনার (Corona) দ্বিতীআয় ঢেউ নিয়ে শুক্রবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল গান্ধী৷ তিনি বলেন, করোনা ভাইরাসের (Coronavirus) জেরে যে হারে মানুষের মৃত্যু হচ্ছে, তার প্রকৃত পরিসংখ্যান প্রকাশ্যে আনছে না কেন্দ্রীয় সরকার৷ করোনার (COVID 19) থাবায় কত মানুষের মৃত্যু হচ্ছে, সে বিষয়ে যে পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে, তা 'মিথ্যে'৷ করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে ভারতে থাবা বসিয়েছে, তার জন্য দায়ি মোদী সরকার৷ করোনা ভাইরাসের(Virus) গতি প্রকৃতি বুঝতে পারেননি প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদীর 'নাটকের' জন্যই ভারতের এই হাল বলে তীব্র কটাক্ষ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)৷