রাহুল গান্ধী, ছবি এএনআই

দিল্লি, ২৮ মে: করোনা ভাইরাসের (Coronavirus) জেরে যে হারে মানুষের মৃত্যু হচ্ছে, তার প্রকৃত পরিসংখ্যান প্রকাশ্যে আনছে না কেন্দ্রীয় সরকার৷ করোনার (COVID 19) থাবায় কত মানুষের মৃত্যু হচ্ছে, সে বিষয়ে যে পরিসংখ্যান প্রকাশ করা হচ্ছে, তা 'মিথ্যে'৷ করোনার দ্বিতীয় ঢেউ যেভাবে ভারতে থাবা বসিয়েছে, তার জন্য দায়ি মোদী সরকার৷ করোনা ভাইরাসের(Virus) গতি প্রকৃতি বুঝতে পারেননি প্রধানমন্ত্রী৷ নরেন্দ্র মোদীর 'নাটকের' জন্যই ভারতের এই হাল বলে তীব্র কটাক্ষ করেন রাহুল গান্ধী (Rahul Gandhi)৷

শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর 'নৌটঙ্কির' জন্যই ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ের বাড়বাড়ন্ত বলেও কটাক্ষ করেন রাহুল গান্ধী৷

সরকার বুঝতে পারছে না করোনার সঙ্গে কীভাবে লড়াই করবে৷ করোনা যেভাবে জিনগত পরিবরর্তন ঘটিয়ে ধ্বংসলীলা চালাচ্ছে, তার গতিপ্রকৃতি বুঝতে হবে সরকারকে৷ সেই সঙ্গে করতে হবে টিকাকরণ৷ কেন করোনাকে বাড়তে দেওয়া হচ্ছে৷ গোটা দেশের ৯৭ শতাংশ মানুষের টিকাকরণ এখনও হয়নি৷ মাত্র ৩ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে দাবি করেন কংগ্রেসের (Congress) ওয়েনাড়ের সাংসদ৷

 

আরও পড়ুন: Dia Mirza: ঘূর্ণিঝড় য়াস বিধ্বস্তদের পাশে দিয়া মির্জা, চোখে জল অভিনেত্রীর

এসবের পাশাপাশি রাহুল আরও বলেন, করোনা নিয়ে মোদী সরকারকে (Narendra Modi) বার বার সাবধান করা হয়েছে কিন্তু তারা কোনও কথাই কানে তোলেনি৷ এমনকী, করোনার বিরুদ্ধে ভারত জয়ী হচ্ছে বলেও দেখানো হয় বার বার৷ করোনা যেভাবে ছড়িয়ে পড়েছে গোটা দেশে, তাতে লকডাউন এবং মাস্ক পরে প্রাথমিকভাবে তাকে রুখে দেওয়া যায়৷ সব মানুষের টিকাকরণ না হলে কোনওভাবেই এই করোনাকে রোখা সম্ভব নয় বলেও মত প্রকাশ করেন রাহুল গান্ধী৷