Dia Mirza: ঘূর্ণিঝড় য়াস বিধ্বস্তদের পাশে দিয়া মির্জা, চোখে জল অভিনেত্রীর
দিয়া মির্জা, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৮মে:  ঘূর্ণিঝড় (Cyclone) য়াস বিধ্বস্ত মানুষের পাশে দাঁড়ালেন দিয়া মির্জা৷ প্রকৃতির রুদ্র রূপের কাছে মানুষ কত অসহায়৷ সেই কারণেই এবার পরিবেশের উপর নজর দিতে হবে৷ আবহাওয়া, জলবায়ুর দরুণ যাতে মানুষের কোনও ক্ষতি না হয়,  সে বিষয়ে নজর দিতে হবে বলে জানান দিয়া (Dia Mirza)৷

য়াস (Yaas) বিধ্বস্ত সুন্দরবন থেকে একটি হরিণকে (Deer) উদ্ধার করে নিয়ে যাচ্ছেন বন দফতরের এক আধিকারিক৷ সেই ছবি প্রকাশ্যে আসতেই মানসিক দিক থেকে ভেঙে পড়েন দিয়া৷ য়াস বিধ্বস্ত হাজারো মানুষের সঙ্গে তিনি রয়েছেন৷ এমনই জানান বলিউড (Bollywood) অভিনেত্রী৷

য়াস বিধ্বস্ত হাজার মানুষ যেভাবে দিন যাপন করছেন, তাঁদের পাশে তিনি রয়েছেন বলেও জানান দিয়া মির্জা৷

আরও পড়ুন:  Anurag Kashyap: বুকে ব্যথা, হঠাৎ অসুস্থ অনুরাগ কাশ্যপ

২৬ মে ওড়িশার (Odisha) ভদ্রকের ধামড়ায় (Dhamra Port) আছড়ে পড়ে গূর্ণিঝড় য়াস৷ ধামড়া, বালাসোর, বালেশ্বরের পাশাপাশি পশ্চিমবঙ্গের দুই জেলাতেও কার্যত ধ্বংসলীলা চালায় এই ঘূর্ণিঝড়৷ য়াসের প্রভাবে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার একাংশ কার্যত বিধ্বস্ত হয়ে যায়৷ দিঘায় চোখে পড়ে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস৷ সবকিছু মিলিয়ে য়াসের প্রভাবে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের একাংশের মানুষের দুর্দশা অবর্ণনীয় হয়ে ওঠে৷