Anurag Kashyap: বুকে ব্যথা, হঠাৎ অসুস্থ অনুরাগ কাশ্যপ
অনুরাগকাশ্যপ, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৭ মে: হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ (Anurag Kashyap)৷ গত সপ্তাহে আচমকা বুকে ব্যথা শুরু হয় তাঁর৷ এরপর চলচ্চিত্র পরিচালককে মুম্বইয়ের (Mumbai) হাসপাতালে (Hospital) ভর্তি করা হলে, সেখানে তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়৷ অ্যাঞ্জিওপ্লাস্টির (Angioplasty) পর বাড়িতে নিয়ে আসা হয় তাঁকে৷ বর্তমানে বাড়িতেই রয়েছেন তিনি৷ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন বলে খবর৷

রিপোর্টে প্রকাশ, বেশ কয়েকদিন ধরে বুকে ব্যথা হচ্ছিল অনুরাগ কাশ্যপের৷ চিকিৎসকের কাছে গেলে বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়৷ জানা যায়, চলচ্চিত্র পরিচালকের হার্টে ব্লকেজ রয়েছে৷ এরপরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হলে অ্যাঞ্জিওপ্লাস্টির সিদ্ধান্ত নেওয়া হয়৷

আরও পড়ুন: Sreelekha Mitra: 'থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে', রিমঝিমের আক্রমণের পালটা জবাব শ্রীলেখার

অনুরাগ কাশ্যপের মুখপাত্র জানান, অ্যাঞ্জিওপ্লাস্টির পর অনেকটাই ভাল আছেন পরিচালক৷ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন তিনি৷ প্রত্যেকের ভালবাসার জন্য তাঁরা কৃতজ্ঞ বলেও জানান পরিচালকের মুখপাত্র৷