কলকাতা, ১৪ ডিসেম্বর: নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) বিরোধীতায় আগুন জ্বলছে দেশজুড়ে (India)। বিক্ষোভ থেকে ভাঙভুর, তছনছ উলুবেড়িয়া, বেলডাঙা সহ রাজ্যের একাধিক রেলস্টেশন। উলুবেড়িয়া স্টেশনে বিক্ষোভের জেরে বিপর্যস্ত হয়ে পড়ে দক্ষিণ-পূর্ব শাখার (South-East) ট্রেন চলাচল। গতকাল শুক্রবার দুপুর ৩.৩০ মিনিট নাগাদ উলুবেড়িয়া স্টেশনে উত্তেজনা ছড়ালে বন্ধ হয়ে যায় দক্ষিণ-পূর্ব শাখার ট্রেন চলাচল। প্রতিবাদে কিছু স্টেশনের রেললাইনে আগুন লাগানোর মত ঘটনা উঠে এসেছে। স্টেশন মাস্টারের ঘর জ্বালিয়ে দেওয়া, টিকিট কাউন্টারে ভাঙচুরের মত ঘটনাও ঘটেছে। বিকেলের পর বিক্ষোভ খানিকটা কমলেও স্বাভাবিক হয়নি ট্রেন চলাচল পরিষেবা। সন্ধে পর্যন্ত উলুবেড়িয়ায় আটকে ছিল করমণ্ডল এক্সপ্রেস ও কাণ্ডারি এক্সপ্রেস। আজ শনিবারেও বাতিল করে দেওয়া হয় একাধিক ট্রেন। গতিপথ পরিবর্তণ করে দেওয়া হয় বহু ট্রেনের।
দক্ষিণ-পূর্ব রেলে ট্রেন চলাচল ব্যাহত। হাওড়া (Howrah) থেকে ছাড়বে না দক্ষিণ-পূর্বের ট্রেন। হাওড়ায় ঢুকছেও না দক্ষিণ-পূর্বের কোন ট্রেন। ব্যাহত লোকাল ও দূরপাল্লার ট্রেন চলাচল পরিষেবাও। নিউজ ১৮-এর খবর অনুযায়ী, যেসব ট্রেনগুলি বাতিল করে দেওয়া হয়েছে একনজরে দেখে নিন তালিকা-
হাওড়া-দিঘা এসি এক্সপ্রেস
হাওড়া-পুণে দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-তিরুপতি হামসফর এক্সপ্রেস
হাওড়া-লোকমান্য তিলক গীতাঞ্জলি এক্সপ্রেস
হাওড়া-এরনাকুলম এক্সপ্রেস
হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস
হাওড়া-যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেস
হাওড়া-হায়দরাবাদ ইস্ট কোস্ট এক্সপ্রেস
হাওড়া-চেন্নাই করমন্ডল এক্সপ্রেস
হাওড়া-দিঘা কাণ্ডারি এক্সপ্রেস বাতিল
দিঘা-এনজেপি পাহাড়িয়া এক্সপ্রেস
রূপসী বাংলা এক্সপ্রেস আরও পড়ুন: CAB Protests: নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে হাওড়া ও উলুবেড়িয়ায় ব্যাহত ট্রেন চলাচল, উত্তপ্ত অসমের আঁচ পশ্চিমবঙ্গেও
অন্যদিকে, গতিপথ (Route) পরিবর্তন করা হয়েছে যে সমস্ত ট্রেনের। জেনে নিন তাঁদের নাম-
রাজ্যরানি এক্সপ্রেস শালবনি পর্যন্ত আসবে
আরণ্যক এক্সপ্রেস আসবে আদ্রা পর্যন্ত
হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী মেচেদা থেকে ছাড়বে
খড়গপুর থেকে ছাড়বে পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস
মেচেদা থেকে ছাড়বে টাটা-হাওড়া স্টিল এক্সপ্রেস
টাটানগর থেকে ছাড়বে রাঁচি-হাওড়া ইন্টারসিটি এক্সপ্রেস
শালিমার-সিএসটি কুরলা এক্সপ্রেস ভায়া আসানসোল যাবে
মুম্বই-হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেস আসানসোল হয়ে যাবে