ফের দ্বিতীয় হুগলি সেতুতে (Second Hoogly Bridge) ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। স্কুটি নিয়ে কাজে যাচ্ছিলেন দুই ভাই। সেই সময় বেসামাল হয়ে রাস্তার ওপর উল্টে পড়েন দুজনে। পেছন থেকে একটি মালবাহী গাড়ি এসে পিষে দিয়ে যায় একজনকে। শুক্রবার সকালে ভয়াবহ এই ঘটনাটি ঘটে। আহত আরেক ভাই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি এসএসকেএম হাসপাতালে। তাঁরও অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে হেস্টিংস থানার পুলিশ ও বিদ্যাসাগর সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ আধিকারিকরা এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেই সঙ্গে ঘাতক গাড়িরও খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা।
দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা
জানা যাচ্ছে, এদিন সকালে প্রতদিনের মতোই বছর ৪৫-এর মনোজ কুমার সাহু ও তাঁর ভাই বড়বাজারে যাচ্ছিলেন। হাওড়ার বনবিহারী বসু রোডের বাসিন্দা দুজনে। বড়বাজারে তাঁরা কাজ করেন। এদিন মনোজ স্কুটি চালানোর সময় আচমকাই কোনও কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ওপর পড়ে যান। দুজনের মাথাতেই হেলমেট ছিল, তাই সেরকম চোট তখনও লাগেনি।
ঘাতক গাড়ির খোঁজে চলছে তল্লাশি অভিযান
দুজনে সেই সময় উঠতেই যাচ্ছিলেন, এমন সময় পেছন থেকে একটি মালবাহী গাড়ি এসে তাঁদের ধাক্কা মারে। মনোজকে কার্যত পিষে দিয়ে চলে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অন্যদিকে মনোজের ভাই আপাতত চিকিৎসাধীন। এদিকে ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ।