Road Accident (Photo Credit: X)

দ্রুত গতিতে একটি ডাম্পার আসছিল। উল্টোদিক থেকে সাইকেল চালিয়ে এক ব্যক্তি গন্তব্যস্থলে যাচ্ছিল। এরমধ্যেই আচমকা ঘটে গেল দুর্ঘটনা। আর এই ঘটনায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে বলে খবর। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার (Bankura) কোতলপুরের সিনেমাতলা এলাকায়। ইতিমধ্যেই ঘটনাস্থলে পুলিশ এসেছে। যদিও ঘাতক ডাম্পার ও চালককে আটক করা হয়েছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে গোটা ঘটনা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকী এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে।

ডাম্পারের ধাক্কায় ছিটকে যায় সাইকেল আরোহী

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে বিষ্ণুপুর-আরামবাগ রোডে আনন্দপল্লীর কাছে রাস্তার ধার দিয়ে সাইকেল চালিয়ে আসছিলেন ওই ব্যক্তি। উল্টোদিক থেকে একটি ডাম্পার দ্রুতগতিতে আসছিল। গাড়িটি সামনে আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে ওই সাইকেলে মুখোমুখি ধাক্কা মারে। ছিটকে গিয়ে রাস্তায় পড়েন ওই ব্যক্তি। তারপর এলাকাবাসীরাই রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।