Ritwick Chakraborty, Paresh Rawal (Photo Credit: Facebook, Instagram)

কলকাতা, ৭ ডিসেম্বর: গুজরাটে (Gujrat) নির্বাচনী প্রচারে হাজির হয়ে বাঙালিদের কটাক্ষ করেন পরেশ রাওয়াল (Paresh Rawal)। গ্যাসের দাম কমে যাবে। গ্যাসের দাম কমলে সিলিন্ডার দিয়ে বাঙালিদের মাছ ভাজবেন বলে কটাক্ষের সুরে প্রশ্ন করেন পরেশ রাওয়াল। বলিউড অভিনেতা, বিজেপি সাংসদ পরেশ রাওয়ালের ওই মন্তব্য ঘিরে জোরদার শোরগোল শুরু হয়। এমনকী, গুজরাটের ওই নির্বাচনী প্রচারে বাঙালিদের সঙ্গে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের তুলনাও টানেন পরেশ রাওয়াল। যা নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়ে যায়। পরেশ রাওয়ালের ওই মন্তব্য ঘিরে যখন বিতর্ক শুরু হয়, সেই সময় ক্ষমা চেয়ে নেন অভিনেতা। পরেশ রাওয়াল ক্ষমা চাইলেও বিতর্ক শেষ হয়নি। এরপরই পরেশ রাওয়ালকে পারশে বোয়াল বলে পালটা কটাক্ষ করেন অভিনেতা হৃতিক চক্রবর্তী (Ritwick Chakraborty )। নিজের সোশ্যাল হ্যান্ডেলে হৃতিক পরেশ রাওয়ালের নাম নিয়ে কটাক্ষ করেন। নিজের সোশ্যাল হ্যান্ডেলে ভিডিয়ো শেয়ার করে পরেশ রাওয়ালকে পালটা কটাক্ষ করেন হৃতিক। দেখুন...

আরও পড়ুন:  Gujarat Elections 2022: 'বাঙালিদের জন্য মাছ রান্না করবেন?' গুজরাটে পরেশ রাওয়ালের মন্তব্যে তীব্র বাঙালি বিরোধিতা, ক্ষোভ

এদিকে মঙ্গলবার পরেশ রাওয়ালকে (Paresh Rawal) সমন পাঠায় কলকাতা পুলিশ (Kolkata Police)। তালতলা থানার তরফে বিজেপি (BJP) নেতা তথা বলিউড  (Bolywood) অভিনেতাকে সমন পাঠানো হয়। ১২  ডিসেম্বরের আগে বিজেপি নেতা পরেশ রাওয়ালকে তালতলা থানায় হাজিরা দিতে হবে বলে জানানো হয় পুলিশের তরফে।