Sandip Ghosh (Photo Credits: X)

শনিবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে (CGO Complex) শুরু হল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) পলিগ্রাফ পরীক্ষার প্রক্রিয়া। সন্দীপ সহ মোট ছয় জনের পলিগ্রাম পরীক্ষা (Polygraph Test) হওয়ার কথা রয়েছে এদিন। আর সেই প্রক্রিয়ার জন্যে দিল্লি থেকে সিবিআই-এর বিশেষ প্রশিক্ষিত দল ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছে। শনিবার সকাল সকালই সিবিআই দফতরে হাজির হন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ। যিনি ঘটনার শুরু থেকেই সিবিআই স্ক্যানারের নীচে রয়েছেন। এই নিয়ে পরপর ন'দিন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকদের মুখোমুখি সন্দীপ। বয়ানে একাধিক অসংগতি পাওয়ায় তাঁর পলিগ্রাম পরীক্ষা করানোর জন্যে আদালতে আবেদন করেছিল সিবিআই। সেই অনুমতি আগেই মিলেছিল। এবার পরীক্ষার পালা। সন্দীপের বিরুদ্ধে হাসপাতালে আর্থিক দুর্নীতির অভিযোগও উঠেছে। আরজি করের প্রাক্তন ডেপিটি সুপারের দায়ের করা আর্থিক অনিয়মের সেই মামলার তদন্তও করবে সিবিআই (CBI)।

সন্দীপের পাশাপাশি আরজি করের চার পড়ুয়া এবং ধৃত সিভিক ভলেন্টিয়ারের এক ঘনিষ্ঠের পলিগ্রাম পরীক্ষা করানো হবে এদিন। সেই লক্ষ্যে শনিবার সকাল থেকেই সিজিও কমপ্লেক্সে শুরু হয়েছে তোড়জোড়।

আরজি করে মহিলা জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনে ধৃত সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ পরীক্ষাও শনিবার হতে পারে বলে জানা যাচ্ছে। অভিযুক্ত এই মুহূর্তে রয়েছে জেল হেফাজতে। প্রেসিডেন্সি সংশোধনাগারের 'পহেলা বাইশের' ২১ নম্বর সেলে রয়েছে ধৃত সিভিক ভলেন্টিয়ার।