
১১ মাস হয়ে গেল আরজি কর ধর্ষণকাণ্ডের (RG Kar Hospital Rape Case)। গতবছর ৯ অগাস্ট রাতে আরজি করের সেমিনার রুমে ধর্ষণ করে খুন করা হয়ছিল এক জুনিয়র মহিলা চিকিৎসককে। সেই ঘটনার জল অনেকদূর গড়ায়। ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে ইতিমধ্যে যাবৎজ্জীবনের সাজা শুনিয়েছে নিম্ন আদালত। তবে তারপরেও আদালতের রায়ে সন্তুষ্ট নন নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্তভার সিবিআইয়ের কাঁধে। তবে তাঁদেরও তদন্তপ্রক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। তবে এখনও পর্যন্ত এই ঘটনার তদন্তের গতিপ্রকৃতি সেভাবে এগোয়নি। এই নিয়ে শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা করেন তাঁরা।
রাত দখলের আর্জি অভয়ার পরিবারের
এই নিয়ে অভয়ার মায়ের মন্তব্য, “আমরা ন্যায়বিচারের আশায় এখনও অপেক্ষা করছি। আমার মেয়ে সঠিক বিচার না পেলে ঘুম আসবে না। আগামী অগাস্ট মাসের ৯ তারিখে ঘটনার একবছর পূরণ হচ্ছে। আমরা চাই আবারও সুবিচারের আশায় রাত দখল কর্মসূচি হোক। যাঁরা সেই সময় আমাদের পাশে ছিলেন, এবারেও তাঁরা যেন আমাদের পাশে দাঁড়ায়। আমরা কোনও রাজনৈতিক পতাকা নিয়ে এই লড়াই করতে চাই না। আমরা শুধু আমাদের মেয়েকে যাঁরা ধর্ষণ করেছে, তাঁদের শাস্তি চাই”।
দেখুন নির্যাতিতার মায়ের বক্তব্য
North 24 Parganas, West Bengal: After meeting LoP Suvendu Adhikari, the mother of the victim in the RG Kar Medical College rape case says, "We have not received justice yet. In fact, I would say that the investigation process hasn’t even started. The four accused persons — those… pic.twitter.com/kuBQm4P3CY
— IANS (@ians_india) July 5, 2025
কসবাকাণ্ড নিয়ে মন্তব্য আরজিকর কাণ্ডের নির্যাতিতার মায়ের
তিনি আরও বলেন, “৯ অগাস্টের পর এতদিন হয়ে গেল, এখনও কিন্তু রাজ্যে ধর্ষণের ঘটনা কমেনি। কসবার ঘটনাই তাঁর প্রত্যক্ষ প্রমাণ কারণ যাঁরা এই ধরনের মতো ঘটনা ঘটাচ্ছে তাঁরা বুঝতে পেরেছে যে আরজি করের মতো ঘটনা করেও যখন দোষীরা পালিয়ে বেরাচ্ছে, তখন তাঁদেরও কিছু হবে না”।