জুনিয়র ডাক্তারদের সাংবাদিক সম্মেলন (ছবিঃFacebook@WBJDF)

কলকাতাঃ অনেক টানাপোড়েনের মধ্য দিয়ে অবশেষে সম্পন্ন হয়েছে কালীঘাটের (Kalighat)। ৫ দফা দাবি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে বৈঠক করেছেন জুনিয়র ডাক্তারেরা(Junior Doctors)। মোট ৫ দফা দাবির বেশিরভাগটাই মেনে নিয়েছে রাজ্য সরকার। অপসারণ করা হয়েছে কলকাতার পুলিশ কমিশনার (Commissioner of Police)বিনীত গোয়েল(Vineet Goyal), ডিসি নর্থ(DC North) এবং স্বাস্থ্য অধিকর্তা, স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। তবে এই মৌখিক আশ্বাসে যে খুব একটা সন্তুষ্ট নন জুনিয়র ডাক্তারেরা তা তাঁদের কথাতেই স্পষ্ট। গতকাল কালীঘাট থেকে ধর্না মঞ্চে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁরা জানান, এখনই কর্মবিরতি উঠছে না। তাঁদের কথায়, "যতক্ষণ না অবধি এই সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। এখনই কর্মবিরতি নিয়ে কোনও সিদ্ধান্ত নয়। আগে সুপ্রিম কোর্টে শুনানি হবে তারপর আমরা সব কলেজের ডাক্তারেরা মিলে বসে সিদ্ধান্ত নেব তার আগে নয়।" এদিন আন্দোলনকারীরারা আরও জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে মোট ৫ দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। কিছু বিষয় নিয়ে সদর্থক আলোচনা হয়েছে, কিছু বিষয় নিয়ে ধোঁয়াশা রয়েছে। কর্মক্ষেত্রে নিরাপত্তার বিষয়ে ফের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে হতে পারে। সাংবাদিকদের মখোমুখি হয়ে জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো বলেন, "আমরা বারবারই এই আলোচনা করতে চেয়েছি। আজ আন্দোলনের ৩৮ তম দিনে এসে সেই আলোচনা হল। ৯ তারিখের ঘটনা এবং পরবর্তী ঘটনাক্রমে মুখ্যমন্ত্রী বাধ্য হয়েছেন সিপি এবং ডিসি নর্থকে সরাতে। তবে আমাদের লড়াই জারি থাকবে।" এই আন্দোলনের অন্যতম মুখ কিঞ্জল নন্দের কথায়, "সততার জয় হয়েছে। সরকার বাধ্য হয়েছে আমাদের দাবিদাওয়া মেনে নিতে। সবে শুরু, এখনও এই লড়াই চলবে। আমরা বিচার চাই, সেই দাবিতে লড়াই চালিয়ে যাব।"

এখনই কর্মবিরতি উঠছে না,  আন্দোলন চলবে, সাফ জানালের জুনিয়র ডাক্তাররা