আরও জোরালো হল আরজি করের জুনিয়র চিকিৎসকদের প্রতিবাদ (RG Kar Protest। রাজ্য সরকারের কাছে ১০ দফার দাবি জানিয়ে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। অনশনের আড়াই দিন পার হয়ে গিয়েছে। জুনিয়রদের সেই আন্দোলনকে আরও শক্তি জোগাতে এবার বড় পদক্ষেপ দিল সিনিয়ররা। গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন আরজি করের সিনিয়র চিকিৎসকেরা। এক এক করে মঙ্গলবার আরজি করের ৪০ জন সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন বলে জানা যাচ্ছে।
চিকিৎসক-অধ্যাপকদের ইস্তফার সিদ্ধান্ত সকালের বৈঠকেই গৃহীত হয়েছিল বলে খবর। গণ ইস্ফতার দানি জানিয়ে স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তাকে চিঠিও লেখেন চিকিৎসকেরা। সেই মত ৪০ জন চিকিৎসক-অধ্যাপক এখনও অবধি ইস্তফা পত্রে স্বাক্ষর করেছেন বলে যান গিয়েছে। অভিযোগ, অনশনকারী ডাক্তারদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে। তাঁদের ১০ দফার দাবি রাজ্য সরকার যাতে দ্রুত মেনে নেয় এবং হস্তক্ষেপ করে সেই দাবি জানিয়ে গণ ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন সিনিয়র ডাক্তার-অধ্যাপকেরা। তবে পুজোর মাঝে সিনিয়র ডাক্তারদের ইস্তফার ফলে আরজি কর হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হতে পারে বলে আশঙ্কা করছে অনেকে।
ইস্তফা দিয়ে বেরিয়ে আসছেন সিনিয়র ডাক্তারেরা। করতালি দিয়ে তাঁদের সিদ্ধান্তকে স্বাগত জানালেন জুনিয়ররা।
#BREAKING | Mass resignation at RG Kar Hospital
- Around 50 senior faculty resigns pic.twitter.com/p0dCz9rI5k
— NDTV (@ndtv) October 8, 2024
এদিকে সোমবারই রাজ্য সরকারের তরফে মুখ্যসচিব মনোজ পন্থ সাংবাদিক বৈঠক ডেকে জুনিয়র চিকিৎসকদের কাছে অনশন তুলে কাজে ফেরার আর্জি জানান। এও আশ্বাস দেন, চিকিৎসকদের দাবি মত ১০ অক্টোবরের মধ্যেই রাজ্যের সরকারি মেডিক্যাল কলেজেগুলোতে উন্নয়নের কাজ ৯০ শতাংশ সম্পন্ন হবে। তবে তার আগেই ৮ অক্টোবর, মঙ্গলবার গণ ইস্তফার সিদ্ধান্ত নিলেন আরজি করের সিনিয়র চিকিৎসক-অধ্যাপকেরা।