৯ অগাস্ট আরজি করের (RG Kar Hospital) জরুরি বিভাগে ঠিক কী ঘটেছিল তা নিয়ে ক্রমশ রহস্য বাড়ছে। ঘটনাস্থলের রদবদল, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh) ভূমিকা, পুলিশের গাফিলতি নানা কিছু নিয়ে বাড়ছে জটিলতা। ঘটনার দু সপ্তাহ পার হলেও গ্রেফতারির সংখ্যা দাঁড়িয়ে একজনেই। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় (Sanjay Roy)। আজ শুক্রবার সঞ্জয়ের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। আরজি কর-কাণ্ডের অভিযুক্তকে এদিন সিবিআই অফিস থেকে নিয়ে যাওয়া হল শিয়ালদহ আদালতে। কড়া নিরাপত্তায় মোড়া ছিল সল্টলেকের সিজিও কমপ্লেক্স। সিবিআই আধিকারিক বেষ্টিত হয়ে সঞ্জয়কে বেরিয়ে আসতে দেখে উত্তেজিত জনতার কণ্ঠ ফেটে বের হল 'ফাঁসি চাই' স্লোগান।
হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে জুনিয়র তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার তদন্তভার গিয়েছে সিবিআই-এর হাতে। ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই আধিকারিকেরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃতের বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়ায় তার পলিগ্রাফ টেস্ট (Polygraph Test) করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টেস্টের আগে আদালতের অনুমতি নিতে হয়। শিয়ালদহ আদালতে আবেদন জানায় সিবিআই। আদালত সঞ্জয়ের পলিগ্রাফ টেস্টের অনুমতি দিয়েছে। তবে তার আগে ধৃতের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার তাঁকে আদালতে পেশ করা হচ্ছে। সূত্রের খবর, ধৃতের হেফাজতের মেয়াদ বাড়ানোর আবেদন জানাবে তদন্তকারী অফিসারেরা।
শিয়ালদহ আদালতের পথে সঞ্জয়...
#WATCH | West Bengal: Sanjay Roy, prime accused in the rape and murder of a doctor at the RG Kar College and Hospital being taken to Sealdah Court from the CBI office in Kolkata.
His police custody is ending today. pic.twitter.com/bLbrXr3WVS
— ANI (@ANI) August 23, 2024
এরই মাঝে আরজি করের ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দিয়েছে সিবিআই (CBI)। তবে তদন্ত সম্পর্কে কোন কিছুই প্রকাশ করা হয়নি। মুখ বন্ধ খামে ওই রিপোর্ট জমা দিয়েছে তদন্তকারী সংস্থা। এদিনই আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্যে শিয়ালদল করতে আবেদন জানিয়েছে সিবিআই। সূত্রের খবর, সন্দীপের পাশাপাশি নিহত চিকিৎসকের ঘনিষ্ঠ চার সহপাঠী এবং ধৃত সঞ্জয়ের ঘনিষ্ঠ জনৈক সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্টের জন্যেও আবেদন জানানো হয়েছে।