CBI (Photo Credits: ANI)

আরজি কর-কাণ্ডে (RG Kar) তদন্তের কিনারা খুঁজতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। শুক্রবার হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে (Sandip Ghosh) জিজ্ঞাসাবাদ করার জন্যে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয়। গভীর রাত অবধি চলে প্রশ্নপর্ব। শুনিবার সকালে তাঁকে আবার তলব করা হয় সিবিআই দফতরে। এদিন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ জানিয়েছেন, তদন্তে কেন্দ্রীয় সংস্থাকে সহযোগিতা করছেন তিনি। এদিকে আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে সরব হয়ে শুক্রবার পথে নেমেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সিবিআই-কে তদন্তের সময়সীমাও এদিন বেঁধে দিয়েছেন তৃণমূল নেত্রী। ফলে কিছুটা হলেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপর চাপ বেড়েছে। আজ শনিবার যুগ্ম পরিচালক এবং অতিরিক্ত পরিচালক সহ সিবিআইয়ের একটি দল সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছেছে। সিবিআই বিশেষ অপরাধ শাখায় প্রবেশ করতে দেখা গিয়েছে তাঁদের।

আরও পড়ুনঃ হাসপাতাল ঘিরে একের পর এক বিস্ফোরক অভিযোগ, এক সপ্তাহ পর আরজি কর-কাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা জাতীয় মহিলা কমিশনের

 সিজিও কমপ্লেক্সে CBI-এর বিশেষ টিম দেখুন...