কলকাতা, ২২ অগাস্ট: কর্ম বিরতি প্রতাহার করুন। বৃহস্পতিবারের শুনানিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে এমনই জানানো হয়। সুপ্রিম কোর্ট যেভাবে দেশ জুড়ে চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের নিরাপত্তার উপর জোর দিয়েছে, তাতে আশ্বস্ত হয়ে কর্ম বিরতি প্রত্যাহার করেন দিল্লি এমস (Delhi), রাম মনোহর লোহিয়া হাসপাতাল, ইন্দিরা গান্ধী হাসপাতালের চিকিৎসকরা। তবে কলকাতার জুনিয়র ডাক্তাররা এখনও কর্ম বিরতি চালাবেন বলে জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে প্রতিবাদ চালিয়ে যাওয়া হবে বলে জানানো হয়।
আরও পড়ুন: RG Kar Hospital: সন্দীপ ঘোষ-সহ ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের অনুমতি সিবিআইকে দিল আদালত
এদিকে আরজি কর-কাণ্ডে (RG Kar) এবার ওই হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষের (Sandip Ghosh)পলিগ্রাফ টেস্টের অনুমতি সিবিআইকে দিল আদালত। সন্দীপ ঘোষের সঙ্গে আরও ৪ চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের নির্দেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দেয় আদালত। ফলে জিজ্ঞাসাবাদের সময় সন্দীপ ঘোষ সত্য বলছেন কি না কিংবা কতটা সত্যি বলছেন,তার অনেকটাই প্রকাশ্যে আসবে বলে মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।