কলকাতা, ২১ অগাস্ট: আরজি কর-কাণ্ডের (RG Kar) তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে। আরজি কর-কাণ্ডে রবিবারের মধ্যে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতি বার্তা আগেই দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তবে রবিবার পেরিয়ে গেলেও, আরজি কর-কাণ্ডের তদন্তের গতিপ্রকৃতি কী এবং সঞ্জয় রায় (Sanjay Roy) ছাড়া ওই ঘটনায় আর কেউ জড়িত কি না, সে বিষয়ে কিছু জানায়নি সিবিআই। যা নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকে এবার প্রশ্ন ছুঁড়লেন কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে কুণাল একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, তাপসী মালিক খুনে বিচার দিতে পারনি সিবিআই। বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর কোনও তথ্য প্রমাণ সিবিআই খুঁজে পায়নি। এমনকী বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত সিবিআইয়ের হেফাজতে থাকার সময়ই তার মৃত্যু হয়েছে বলেও কটাক্ষ করেন তৃণমূল নেতা।
আরজি কর-কাণ্ডে সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কুণাল ঘোষ কী বললেন দেখুন...
.@CBIHeadquarters’s track record speaks for itself:
👉🏻 Failed to deliver justice in Tapasi Malik’s case
👉🏻 Found no evidence in Sushant Singh Rajput case
👉🏻 Prime accused in Bogtui case died in their custody
Now, with 168 hours gone & ZERO PROGRESS made in the R G Kar case. https://t.co/iAn3aXKMOn
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 21, 2024
আরও পড়ুন: RG Kar Hospital: আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ চিকিৎসকদের
একের পর এক উদাহরণের পাশাপাশি কুণাল আরজি কর নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, সিবিআইয়ের হাতে তদন্তভার যাওয়ার পর ১৬৮ ঘণ্টা অতিক্রান্ত। সময় পেরিয়ে গেলেও আরজি কর-কাণ্ডের তদন্ত এগোয়নি। 'জিরো প্রগ্রেস' বলে মন্তব্য করেন কুণাল ঘোষ।