এরপর শীর্ষ আদালতের ওয়েবসাইটে আপলোড করা তালিকায় ৯ সেপ্টেম্বর নতুন করে শুনানির দিন ধার্য করা হয়। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি জে বি পারদিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চ আগামীকাল(৯ সেপ্টেম্বর) আরজি কর মামলার শুনানি করতে চলেছে। এই মামলাটি শীর্ষ আদালত নিজে থেকেই শুরু করেছিল।
হাসপাতালে নিরাপত্তা প্রদানের দায়িত্ব দেওয়া CISF-কে লজিস্টিক সহায়তা বাড়ানোর ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের "অমার্জনীয়" অসহযোগিতার অভিযোগ করে কেন্দ্র সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি আবেদন করেছে।তার শুনানিও কাল হতে চলেছে।
আর জি কর কাণ্ডের তরুণী চিকিৎসক হত্যাকাণ্ডে সোমবার সুপ্রিম কোর্টে শুনানির আগে রবিবার ফের রাত দখল কর্মসূচী আছে বাংলা জুড়ে। দুপুর থেকে দফায় দফায় রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ পথে নেমে আন্দোলনে শামিল। কোথাও মানববন্ধন, আবার কোথাও মিছিলে অংশ নিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ।
সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত মানববন্ধন করে ইতিমধ্যেই বিচারের দাবিতে মুখর হয়েছে সাধারণ মানুষ। আজ “তিলোত্তমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই”, বিচার চেয়ে পথে নেমেছিলেন রিকশা চালকরা। হেদুয়া থেকে কলেজস্ট্রিট পর্যন্ত মিছিল করলেন তাঁরা। এমনকি আর জি কর কাণ্ডের প্রতিবাদে সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পর্যন্ত মিছিল মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরাও।