কলকাতা, ১০ জুলাই: রাজ্যে করোনা (Coronavirus) সংক্রমণে ফের রেকর্ড। ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ হাজার ১৯৮ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত ২৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্ত ২৭ হাজার ১০৯ জন। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত ৮৮০ জন। সুস্থ হয়েছেন ১৭ হাজার ৩৪৮ জন। আজ সুস্থ হয়েছেন ৫২২ জন। সংক্রমিতের নিরিখে এখনও পর্যন্ত ৬৩.৯৯ শতাংশ মানুষ করোনাকে হারিয়ে সুস্থভাবে বাড়ি ফিরেছেন।
গতকালই, দৈনিক আক্রান্তের সংখ্যা প্রথমবার এক হাজার পার করেছিল। বৃহস্পতিবার রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৮৮জন। মৃত্যু হয়েছিল রেকর্ড ২৭ জনের। আরও পড়ুন: Coronavirus: করোনা আক্রান্ত অভিনেত্রী কোয়েল মল্লিক ও অভিনেতা রঞ্জিত মল্লিক
WB COVID-19 Daily Health Bulletin: 10th July, 2020.
A detailed snapshot of all relevant details on COVID-19 in WB. Keep checking.
পশ্চিমবঙ্গ কোভিড-১৯ দৈনিক স্বাস্থ্য বুলেটিন: ১০ই জুলাই, ২০২০।
পশ্চিমবঙ্গের কোভিড-১৯ সম্পর্কিত বিস্তারিত তথ্য পেতে নজর রাখুন।#BengalFightsCorona pic.twitter.com/3ruhQTSKnz
— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) July 10, 2020
এদিকে করোনা আক্রান্ত অভিনেত্রী কোয়েল মল্লিক সহ গোটা পরিবার। কোভিড পজিটিভ রঞ্জিত মল্লিকও। করোনায় আক্রান্ত কোয়েলের মা দীপা মল্লিক ও স্বামী নিসপাল রানে। কোয়েল নিজেই টুইট সেই খবর জানান। কোয়েল জানান, তাঁর বাবা, মা, স্বামী এং তিনি কোভিড ১৯-এ আক্রান্ত। তবে বাড়িতেই রয়েছেন তাঁরা। অর্থাৎ বাড়িতেই তাঁরা কোয়ারান্টিনে রয়েছেন বলে জানান অভিনেত্রী। টুইটারে কোয়েল লেখেন, "আমি, বাবা, মা, রানে করোনা আক্রান্ত। সেলফ কোয়ারেন্টিনে আছি।"