Mamata Banerjee, Ratan Tata (Photo Credit: Instagram/File Photo)

কলকাতা, ১০ অক্টোবর: বুধবার রাতে প্রয়াত হন রতন টাটা (Ratan Tata)। মুম্বইয়ের (Mumbai) হাসপাতালে মৃত্যু হয় টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানের। রতন টাটার মৃত্যতে শোকস্তব্ধ গোটা দেশ। রতন টাটার মৃত্যুতে যখন শোক প্রকাশ করছে গোটা দেশ, সেই সময় প্রয়াত শিল্পপতির পরিবারের প্রতি শোকবার্তা প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করলে, তাঁকে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের মুখে পড়তে হয় অনেকাংশে। সিঙ্গুরে টাটার ন্যানো কারখানা কেন হল না, তা নিয়ে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলতে শুরু করেন বহু  মানুষ।

আরও পড়ুন:  Ratan Tata Dies: বাবা-মায়ের বিচ্ছেদ, ছোট বয়সেই রতন টাটাকে সহ্য করতে হয় বন্ধুদের 'টিপ্পনি'

কেউ কটাক্ষ করে বলেন, 'কুম্ভীরাশ্রু ফেলবেন না।'

 

আবার কেউ প্রশ্ন তোলেন, 'নন্দীগ্রাম থেকে টাটার কারখানা গুজরাটে কেন চলে গেল' বলে। কেউ আবার জোরদার কটাক্ষ করে বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় নিজের রাজনৈতিক কেরিয়ার গঠনের জন্য সিঙ্গুরে টাটার কারখানা হতে দেননি।'

শুধু তাই নয়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বৃহত্তর রাজনৈতিক স্বার্থের কারণেই সিঙ্গুরে টাটার কারখানা তৈরি হয়নি।' এভাবেও কটাক্ষ করেন মানুষ।

 

কেউ মন্তব্য করেন, 'আপনাদের রাজনৈতিক স্বার্থের কারণেই টাটাকে কারখানা তৈরি বন্ধ করে রাজ্য ছেড়ে চলে যেতে হয়।'

ফলে রতন টাটার মৃত্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করতেই তাঁকে একের পর এক কটাক্ষের মুখে পড়তে হয়।