মুম্বই, ১০ অক্টোবর: বুধবার রাতে মুম্বইয়ের (Mumbai) হাসপাতালে (Hospital) মৃত্যু হয় রতন টাটার (Ratan Tata)। ভারতের অন্যতম শিল্পপতির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। ৮৬ বছর বয়সে মৃত্যু হয় রতন টাটার। ১৯৬২ সালে নিউ ইয়র্কে পড়াশোনা শেষ করে দেশে ফেরেন রতন টাটা। এরপর পারিবারিক ব্যবসায় যোগ দেন টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান। এরপর ১৯৯১ সালে রতন টাটা কোম্পানির চেয়ারম্যান পদে বসেন। কাকা জে আর ডি টাটার পর কোম্পানির চেয়ারম্যান পদে বসেন এই শিল্পপতি। টাটা গ্রুপের চেয়ারম্যান পদে বসার পর কোম্পানিকে এক অন্য মাত্রায় নিয়ে যান রতন টাটা।
২০২০ সালে হিউম্যানস অফ বম্বের এক সাক্ষাৎকারে রতন টাটা তাঁর ছোটবেলার কথা জানান। যেখানে তাঁর ছোটবেলা, বাবা-মায়ের বিচ্ছেদ নিয়ে কথা বলতে শোনা যায় রতন টাটাকে। বাবা, মায়ের বিচ্ছেদের পর রতন টাটা প্রায় বিয়ে করে নেবেন বলেও একবার মনে করেন রতন। এমন কথাও শোনা যায় শিল্পপতির মুখে। ওই সময় লস এঞ্জেলসে তিনি ছিলেন বলে জানান রতন টাটা।
আরও পড়ুন: Ratan Tata Dies: রতন টাটাকে ভারতরত্ন সম্মান দেওয়া হোক, কেন্দ্রকে আর্জি মহারাষ্ট্র সরকারের
রতন টাটা আরও জানান, তাঁর ছোটবেলা বেশ ভাল কেটেছে। ছোটবেলায়তিনি খুশি ছিলেন। তবে বাবা, মায়ের বিচ্ছেদের জেরে তাঁকে এবং তাঁর দাদাকে বিভ্রান্তির মুখে পড়তে হয়। ওই সময় তাঁর বাবা, মায়ের বিচ্ছেদ নিয়ে অনেকে অনেকরকম কথা বলতেন। কারণ ওই সময় বিচ্ছেদ খুব একটা প্রচলিত বিষয় ছিল না কোনও পরিবারে। বাবা, মায়ের বিচ্ছেদের কথা তোলা হলে, তাঁদের বিভ্রান্তির মুখে পড়তে হত বলে মন্তব্য করেন রতন টাটা।
বাবা, মায়ের বিচ্ছেদের পর তাঁর ঠাকুমা খুব ভালভাবে বড় করেছেন এবং বুঝতে শিখিয়েছেন, বিচ্ছেদ নিয়ে কেউ কোনও কথা বললে, তা যেন গায়ে লাগানো না হয়। এমন বিষয়ে হতেই পারে। তাই এসব নিয়ে যাতে তিনি কোনও কথা গায়ে না লাগান, সে বিষয়েও ঠাকুমা তাঁদের বার বার সতর্ক করেন বলে জানা রতন টাটা।