মুম্বই, ১০ অক্টোবর: প্রয়াত রতন টাটা (Ratan Tata)। ৮৬ বছর বয়সে প্রয়াত রতন টাটা। রতন টাটার মৃত্যুতে ১০ অক্টোবর ছুটি ঘোষণা করেছে মহারাষ্ট্র সরকার। পাশাপাশি রতন টাটার প্রতি শ্রদ্ধা জানাতে মুম্বইতে (Mumbai) যত সরকারি অনুষ্ঠান ছিল, তাও বাতিল করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে (Eknath Shinde)। রতন টাটাকে ভারত রত্ন সম্মান দেওয়া হোক। এমনই প্রস্তাব দিল মহারাষ্ট্র সরকার। রতন টাটার যে অবদান, সেই কথাকে মনে রেখেই তাঁকে ভারতরত্ন সম্মান দেওয়া হোক বলে প্রস্তাব দেওয়া হয় মহারাষ্ট্র সরকারের তরফে। এ বিষয়ে মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভার একটি বৈঠকও বসে। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের তরফে মহারাষ্ট্র সরকারের মন্ত্রিসভার বৈঠক বসে। সেখানেই প্রয়াত শিল্পপতিকে ভারতরত্ন সম্মান দেওয়ার প্রস্তাব দেওয়া হয়।
আরও পড়ুন: Ratan Tata Dies: 'রতন টাটা ছিলেন উদারতার প্রতিমূর্তি', শোকবার্তায় লিখলেন এল কে আডবাণী
রতন টাটাকে বৃহস্পতিবার শেষ শ্রদ্ধা জানান আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাসও। তিনি বলেন, উন্নত ভারতে যে অর্থনৈতিক ইতিহাসের কথা লেখা হবে, সেখানে রতন টাটার অবদান অনস্বীকার্য। রতন টাটার অবদান ছাড়া ভারতের অর্থনৈতিক ইতিহাস অসম্পূর্ণ বলেও মন্তব্য করেন শক্তিকান্ত দাস। ভারতের এই সন্তানের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলেও শোকবার্তায় মন্তব্য করেন রতন টাটা।