Rampurhat Incident: 'নীরিহ মানুষ, শিশুদের দগ্ধ দেহ উদ্ধার হচ্ছে, মানুষ ভয়ে গ্রাম ছাড়ছেন', রামপুরহাটকাণ্ডে বিস্ফোরণ দিলীপের
Dilip Ghosh (Photo Credit: Twitter/ANI)

কলকাতা, ২৩ মার্চ:  রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রাম নিয়ে চর্চা শুরু হয়েছে গোটা রাজ্যজুড়ে। সোমবার বগটুই গ্রামে তৃণমূল (TMC) উপপ্রধান খুনের পর ৭-৮টি গ্রামে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আগুনের জেরে ৮ জনের ঝলসানো দেহ উদ্ধারের পর থেকেই তা নিয়ে রাজ্যজুড়ে চর্চা তুঙ্গে। বগটুইয়ের ঘটনার পর মুখ্যমন্ত্রীর 'পদত্যাগ' দাবি করে বিজেপি (BJP)। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারের পর এবার বিস্ফোরক অভিযোগ করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

 

বিজেপির সর্বভারতীয় সহসভাপতি বলেন, পশ্চিমবঙ্গে (West Bengal)এই ধরনের ঘটনা ঘটছে, আমরা লজ্জিত। নীরিহ মানুষ, শিশুদের ঝলসানো দেহ উদ্ধার হচ্ছে।  মানুষ ভয়ের চোটে গ্রাম ছেড়ে পালাতে শুরু করেছেন বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ।

আরও পড়ুন:  Rampurhat Incident: ভয়ে কাঁটা বগটুই, 'নিরাপত্তার অভাবে' গ্রাম ছেড়ে অন্যত্র পাড়ি বাসিন্দাদের

পাশাপাশি তিনি আরও অভিযোগ করেন, গোটা রাজ্য জুড়ে ২০০ বিজেপি কর্মী খুন হয়েছেন। এতকিছুর পরও রাজ্য সরকার কীভাবে চুপ করে থাকে বলে প্রশ্ন তোলেন দিলীপ ঘোষ।