Ramakrishna Mission Foundation Day. (Photo Credit: Facebook)

আজ রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা দিবস, ১৮৯৭ সালের আজকের দিনে অর্থাৎ ১ মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন স্বামী বিবেকানন্দ।১৮৯৭ খ্রিস্টাব্দের পয়লা মে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের ভক্ত বলরাম বসুর উত্তর কলকাতার বাগবাজারের বাড়িতে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নাম দিয়ে একটি সংঘ প্রতিষ্ঠা করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণের শিক্ষা ও মতাদর্শের প্রচার, সৌহার্দ্য স্থাপন, মানব সেবাই সংঘের মূল লক্ষ্য হয়ে উঠেছিল। বলরাম বসুর বাড়ির হলঘরে মিটিংয়ের পর স্বামী ব্রহ্মানন্দ মহারাজ কে মিশন এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম অধ্যক্ষ নির্বাচিত করা হয়েছিল। পরবর্তী কালে বলরাম বসু সেই বাড়ি মিশনকে দান করেন। বাড়ির নাম হয় বলরাম মন্দির। সহ অধ্যক্ষ স্বামী যোগানন্দ কে সঙ্গে নিয়ে এই বাড়ি থেকেই মিশনের জয়যাত্রা শুরু হয়। যা সন্যাসীর পাশাপাশি বিশ্বের কোটি কোটি গৃহী ভক্তকেও পরবর্তী কালে রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাবধারায় অনুপ্রাণিত করেছে। এখনও নিরন্তর করে চলেছে।

নানা ধার্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃহস্পতিবার রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হচ্ছে। এদিন সকাল থেকেই বেলুড় মঠ-সহ রামকৃষ্ণ মঠ ও অন্যান্য শাখা কেন্দ্রে ভিড় জমিয়েছেন ভক্তরা। ঠাকুর রামকৃষ্ণ বলতেন খালি পেটে ধর্ম হয়না। আর বিবেকানন্দ বলতেন ঈশ্বরের কোনো গণ্ডি হয়না। এই দুটি ভাবধারা কে সামনে রেখে অভুক্ত মানুষের জন্য অন্ন সেবা এবং সর্বস্তরের সমস্ত মানুষের মধ্যে আর্তের সেবার মন্ত্র বীজ বপন করার কাজ চলছে সেই ১৮৮৭ সাল থেকেই।সঙ্গে ভগিনী নিবেদিতার সেবা ধর্ম যোগ হয়ে রামকৃষ্ণ মঠ ও মিশন আজ বিশ্বের অন্যতম বড় NGO হিসেবে কাজ করে চলেছে আর্তের সেবায়।