কৃষক আন্দোলন/ দিল্লি | (Photo Credits: PTI)

কলকাতা, ২৯ নভেম্বর: পাঞ্জাবের কৃষকদের 'দিল্লি চলো' (Delhi Chalo)অভিযানে যোগ দিচ্ছেন হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ রাজ্যের কৃষকরাও। এর আঁচ পড়েছে কলকাতাতেও। কলকাতায় এই আন্দোলনে শিখ সম্প্রদায়ের মানুষরা যোগ দেন। রবিবার সেন্ট্রাল এভিনিউতে শিখ ফোরামের তরফ থেকে বিজেপি অফিস অভিযানের ডাক দেওয়া হয়েছিল। মিছিল থেকে হরিয়ানার ঘটনার নিন্দা করে স্লোগান তোলেন আন্দোলনকারীরা।

চারদিন হয়ে গেল জারি কৃষক আন্দোলন (Farmers' Protest)। দিল্লিতে কৃষি বিলের বিপক্ষে এককাট্টা হয়েছেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের হাজার হাজার কৃষক। দিল্লির রাজপথ দখলে পুলিশ, ব্যারিকেড, জলকামানেও আটকানো যায়নি কৃষকদের। এই আইন বাতিলের বিরুদ্ধে অটল কৃষকেরা। পুঁজিপতিদের হাতে জমি দিতে নারাজ কৃষকেরা। এরই মধ্যে কৃষকদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন ৩ ডিসেম্বরের মধ্যে আন্দোলনের জায়গার পরিবর্তন করলে আলোচনা করবেন। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি কৃষকেরা। অর্থাৎ দিল্লি-হরিয়ানা সিংঘু সীমান্তে তারা এই আন্দোলন জারি রাখবে। ফলে ছবিটা বেশ পরিষ্কার এই আন্দোলনের সময় আরও বাড়তে চলেছে। আরও পড়ুন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাব ফিরিয়ে দিলেন আন্দোলনরত কৃষকেরা, কোনও শর্ত মেনে নিতে নারাজ

কৃষকদের চাপে শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, প্রতিবাদী কৃষকদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ভারত.সরকার। আগামী ৩ ডিসেম্বর তাঁদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। কৃষকদের প্রতিটি সমস্যা ও দাবি নিয়ে সরকার আলোচনা করতে ইচ্ছুক বলে জানান গৃহমন্ত্রী। তবে আন্দোলনস্থল কোনোভাবেই বদলাবে না ও জানিয়ে দেন কৃষকেরা।