কলকাতা মেট্রোতে (Kolkata Metro) আত্মহত্যার ঘটনা নতুন নয়। হামেশাই মেট্রোতে এই দুর্ঘটনার কারণে দীর্ঘক্ষণ পরিষেবা বন্ধ থাকে। যাত্রীরাও সমস্যার সম্মুখীন হয়। বুধবার বিকেল ফের মেট্রোতে এমনই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে এটি আত্মঘাতীর ঘটনা, কিন্তু বৃহস্পতিবারেই সামনে এল এই ঘটনার চাঞ্চল্যকর তথ্য। যুবকের দাবি, তিনি আত্মহত্যা করেননি, বরং তাঁকে পেছন থেকে কেউ বা কারা ধাক্কা মেরেছে। আর সেই দাবির ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও এর নেপথ্যে কে রয়েছে তা এখনও জানা যায়নি।
পুলিশসূত্রে খবর, ২৬ বছরের মহম্মদ দানিশ রাজস্থানের জয়পুর নিবাসী। তাঁর অভিযোগ বুধবার বিকেল পৌনে চারটে নাগাদ সে যখন এসপ্ল্যানেড স্টেশনে মেট্রো ধরার জন্য শেষপ্রান্তে দাঁড়িয়েছিলেন। তখন কেউ তাঁকে পেছন থেকে ধাক্কা মারে। আর সেই কারণেই সে লাইনে উল্টে পড়ে যায়। বর্তমানে সে এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন।হাসপাতাল সূত্রে খবর, আচমকা পড়ে যাওয়ায় পায়ে গুরুতর আঘাত লেগেছে। ট্রেনের চাকার ধাক্কা লেগেছে পায়ে।
যদিও পেছন থেকে ধাক্কা মারার যুক্তি মানতে নারাজ মেট্রো কর্তৃপক্ষ। তাঁদের মতে ওই যুবক আত্মহত্যারই চেষ্টা করেছিল। আর এই ঘটনার কারণে মেট্রো পরিষেবার আধ ঘন্টারও বেশি সময় পর্যন্ত ব্যাহত থাকে। যার ফলে দুর্ভোগের শিকার হয় অফিস ফেরত যাত্রীরা। ৪টে ৪২ নাগাদ পরিষেবা ঠিক হলেও বেশ অনেকক্ষণ ধরেই মেট্রোগুলিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।