Weather (Photo Credit: X@NewIndianXpress)

কলকাতাঃ বৃহস্পতিতেও অব্যাহত তাপপ্রবাহের (Heatwave) চোখরাঙানি। সকাল থেকেই গরমের (Heat) দাপট। গুমট গরমে নাজেহাল বঙ্গবাসী। আজ, ১৫ মে দিনভর কলকাতা (Kolkata) -সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই অস্বস্তিকর পরিস্থিতি থাকবে। তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায়। সন্ধ্যায় কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিতে ভিজতে পারে মুর্শিদাবাদ, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পশ্চিম মেদিনীপুর-সহ দুই বর্ধমান। এদিন বৃষ্টির দোসর হতে পারে দমকা হাওয়া। ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া।

সন্ধ্যায় সাজবে আকাশ, অসহ্য গরম থেকে আজই মুক্তি? জেনে নিন আজকের আবহাওয়ার হালহকিকত

শুধু দক্ষিণবঙ্গেই নয়, পাশপাশি উত্তরবঙ্গেও দুর্যোগের সম্ভাবনা প্রবল। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পঙে ভারী বৃষ্টির সতর্কতা র‍য়েছে। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে আজ, বৃহস্পতিবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে বঙ্গের বেশ কিছু জেলায়। এদিন শহরের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩৬ এবং ২৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে। বুধবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশ।।

অসহ্য গরম থেকে আজই মুক্তি? জেনে নিন আজকের আবহাওয়ার হালহকিকত