Monsoon 2019: আগামী ২৪ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
বর্ষা আসছে বঙ্গে | (Photo Credits: PTI)

কলকাতা, ২৬ জুন, ২০১৯: অবশেষে আসছে সে। আকাশ কালো করে আসছে মেঘ। তারপর শান্তির বারিধারা। এমনই আশার কথা শুনিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে একটি নিম্নচাপ, যার জেরে আগামী ২ দিন কলকাতা(Kolkata)  সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি হবে। আগামিকাল অর্থাৎ ২৭ জুন থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হয়ে যাবে। আকাশে কালো মেঘের আনাগোনা এবং হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। এই বৃষ্টি বাড়বে ২৮ জুনে।

আষাঢ় মাসের মাঝামাঝি পেরিয়ে গেলেও বর্ষার (Monsoon) বৃষ্টির তেমন দেখা নেই দক্ষিণবঙ্গে(South Bengal) । মাঝে মাঝে যে ছিঁটেফোঁটা বৃষ্টি হচ্ছে তাতে গরম কমার থেকে বেড়ে যাচ্ছে। সকাল থেকেই চড়ছে রোদ। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে গরম আর অস্বস্তি। আর বেশিদিন এই আবহাওয়া চললে রাজ্যের চাষের ক্ষতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন, Eve Teasing-এর প্রতিবাদে অভিযুক্তকে জুতো পেটা করল নবম শ্রেণির ছাত্রী

এদিকে উত্তরবঙ্গের জেলা গুলিতে আগামী দু’‌দিন ভারী থেকে অতিভারীর বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ৫ জেলায় চলবে ভারী বৃষ্টি।