কলকাতা, ১৬ অক্টোবর: গরমে হাঁসফাঁস রাজ্যবাসীর। বর্ষা বিদায় নিলেও বৃষ্টি বৃষ্টি ভাব বেশ কিছুদিন ধরেই। গরমে নাজেহাল বাঙালি চাইছে একটু বৃষ্টি আর খানিক স্বস্তি। পুজোর আগেই যাতে বৃষ্টি হয়ে যায় সেই কামনায় রয়েছেন তারা। বৃষ্টি (Rain) তো হবে, তবে আপাতত বৃষ্টির দেখা নেই জানাল আবহাওয়া দফতর। তুমুল বৃষ্টি হতে পারে দুর্গাপুজোর (Durga Puja 2020) তিনদিন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছেন, ষষ্ঠী থেকে অষ্টমী, পুজোর প্রথম তিনদিনই বৃষ্টি হতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আগামী ১৯ অক্টোবর থেকে পুজোর মুখেই বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। তার প্রভাবেই এই বৃষ্টি হবে বলে জানা যাচ্ছে। আরও পড়ুন, করোনাভাইরাসে আক্রান্ত সংগীত শিল্পী কুমার শানু
করোনা ভাইরাসের কারণে এমনিতেই পুজোর আনন্দ অর্ধেক হয়ে গেছে। এর মধ্যে বৃষ্টির খবরে রীতিমতো ভারাক্রান্ত হবে সকলের। মনমরা বাঙালি প্রাণ ফিরে পাচ্ছিল দুর্গাপুজোর হাওয়ায়। এবার সে আনন্দে জল ঢালতে প্রস্তুত বৃষ্টি। বাইরে করোনার ভয়ের পরেও যারা একটু আধটু এদিক ওদিক ঘোরার পরিকল্পনা করছিলেন তাদের জন্য খারাপ খবর। হয়তো বরুণদেবও চান না বাঙালি বাইরে জমায়েত করুক।