রাঙপানিতে ফের ট্রেন দুর্ঘটনা (ছবিঃ X)

কলকাতাঃ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjungha Express) দুর্ঘটনার ৪৪ দিন পরে ফের রাঙপানিতে  ট্রেন দুর্ঘটনা।  বুধবার সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ উত্তরবঙ্গের ফাঁসিদেওয়ার রাঙপানি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে যায় একটি অয়েল ট্যাঙ্কারের দুটি বগি। যদিও বড়সড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে জানা গিয়েছে। রাঙাপানির নুমালিগড় রিফাইনারি লিমিটেডের শেডের উদ্দেশে যাচ্ছিল মালগাড়িটি, এমনটাই রেল সূত্রে খবর। সেই সময় মালগাড়ির দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই ঘটনার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে রাঙাপানি রেলগেট। লাইনচ্যুত বগিগুলি মেরামতের কাজ চলছে। সাময়িকভাবে কিছুটা ট্রেন চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা।প্রসঙ্গত, মাত্র ৪৪ দিন কেটেছে মাত্র। গত ১৭ জুন ফাঁসিদেওয়ার এই রাঙাপানির কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছিল শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়। শুধু তাই নয়, গতকাল অর্থাৎ মঙ্গলবার দুর্ঘটনার কবলে পড়ে মুম্বইগামী হাওড়া-এসএমটি মেল। একের পর এক এই ধরনের রেল দুর্ঘটনা ভয় ধরাচ্ছে সাধারণ মানুষের মনে। কোথায় যাত্রী নিরাপত্তা? রেলকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে আমজনতা।

দেখুন ভিডিয়ো