
গত শনিবারই লন্ডন সফরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। ২০২৬-এ রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। মুলত বিদেশ থেকে বড়সড় লগ্নি নিয়ে এসে রাজ্যবাসীকে ভোটের আগে চমক দিতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। রবিবার ভারতীয় সময় বেলা বারোটা নাগাদ লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন মমতা। আগামী সোমবার থেকে রয়েছে ঠাসা কর্মসূচি।
মুখ্যমন্ত্রীর লন্ডন সফর নিয়ে উচ্ছাস প্রকাশ রচনার
এদিকে তাঁর এই সফর নিয়ে বাংলায় বসে যথেষ্ট উচ্ছ্বসিত তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। তিনি এদিন হুগলির পোলবা গ্রাম পঞ্চায়েতের পাওনান হাটতলা প্রাক্তনের রক্তদান শিবিরে এসে এই প্রসঙ্গে বলেন, দিদি যখন লন্ডনে গিয়েছেন, তখন সাংঘাতিক কোনও খবর হবে। দিদি যেখানেই থাকেন সেখানেই ভালো হয়। এবারেও ভালো হবে, সবকিছু পজিটিভ হবে। ওনার সফর যেন খুব ভালো হয়, এই কামনাই করি।
লন্ডনে ঠাসা কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, এবারের এই লন্ডন সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়েছেন তাঁর মুখ্যসচিব মনোজ পন্থ সহ শিল্প সচিব বন্দনা যাদব, বিশেষ সচিব গৌতম সান্যাল। আগামীকাল, অর্থাৎ সোমবার ভারতীয় হাই কমিশনের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর মঙ্গলবার ব্রিটিশ বণিকসভায় শিল্পপতিদের সঙ্গে লগ্নি নিয়ে বৈঠক রয়েছে তাঁর। বুধবার সরকারি স্তরে বানিজ্য বৈঠক হওয়ার কথা। এবং বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলগ কলেজে বক্তৃতা দেবেন তিনি।