কলকাতাঃ আর জি কর(R G Kar Rape-Murder Case) কাণ্ডের প্রতিবাদে গানে-স্লোগানে কলকাতার রাস্তায় রাত জাগলেন জুনিয়র চিকিৎসকেরা (Junior Doctors)। মঙ্গলবার দুপুরে লালবাজার (Lalbazar) অভিযান করেন জুনিয়র চিকিৎসকেরা। বিবি গাঙ্গুলি স্ট্রিটে দুপুর থেকে অবস্থান করেন তাঁরা। সেই অবস্থান চলে রাতভর। তাঁদের দাবি একটাই 'পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে(Vineet Goyal) এসে দেখা করতে হবে।' লালবাজার পর্যন্ত তাঁদের যাওয়ার অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। ব্যারিকেড দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়। ফিয়ার্স লেনের কাছে ব্যারিকেডের সামনেই স্লোগান তোলেন তাঁরা। 'উই ওয়ান্ট জাস্টিস'-এর স্বরে কাঁপতে থাকে কলকাতার রাজপথ। এই অবস্থান বিক্ষোভের মাঝেই আর জি করে আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তবে মহিলা চিকিৎসক ধর্ষণ-খুন মামলার দোষীদের গ্রেফতারির দাবিতে অনড় থাকেন তাঁরা। সোমবারই সাফ তাঁরা জানিয়ে দেন ৩৬ ঘণ্টা ডিউটিতে রোগীদের সেবা যখন করতে পারেন তখন রাতও জাগতে পারবেন। বারেবারে তাঁরা জানান,তাঁদের শান্তিপূর্ণ আন্দোলনকে সমর্থন করছে না কলকাতা পুলিশ। প্রসঙ্গত, সোমবার দুপুরে জুনিয়র ডাক্তারদের মিছিলকে লালবাজারের অনেক আগেই আটকে দেয় পুলিশ। ৯ ফুট উঁচু লোহার ব্যারিকেড দিয়ে পথ আটকানো হয়। এরপরই তাঁরা দাবি জানান সিপিকে এসে কথা বলতে হবে। সেই দাবি না মানায় সোমবার রাত পেরিয়ে সকাল হলেও পথেই আন্দোলন করে চলেছেন প্রতিবাদী চিকিৎসকেরা।
রাত পেরিয়ে দিনের আলো ফুটলেও অবস্থানে অনড় জুনিয়র চিকিৎসকেরা
#WATCH | Kolkata, West Bengal: Junior Doctors continue to sit at the protest site in the Lalbazar area. They have been demanding justice for woman doctor who was raped and murdered at RG Kar Medical College and Hospital pic.twitter.com/NVUrnANdku
— ANI (@ANI) September 3, 2024