গত শনিবার থেকে ধর্মতলা চত্বরে নিজেদের মঞ্চ বেঁধে আমরণ অনশনে বসেছেন ৭জন জুনিয়র ডাক্তার। চিকিৎসকদের নিরাপত্তা সংক্রান্ত ১০ দাবি নিয়ে আগেও একাধিক বার সরব হয়েছেন জুনিয়র ডাক্তারেরা।এবার সরাসরি অনশনে বসে সরকারের সঙ্গে নিজেদের দাবি আদায়ের সংঘাতে নেমেছে তাঁরা। অনশনের ফলে অসুস্থ হয়ে পড়েছেন আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো। তাঁকে গতকাল আর জি কর মেডিকাল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় চিন্তিত ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। গ নাহলে চরম পদক্ষেপ নেওয়া ছাড়া চিকিৎসক সমাজের আর কোনও উপায় অবশিষ্ট থাকবে না।'
আজ ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন (IMA) জুনিয়র ডাক্তারদের অনশন নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি একটি চিঠি লিখেছে। তাঁরা লেখেন-
"বাংলার তরুণ ডাক্তাররা আমরণ অনশন সংগ্রামে নেমেছে প্রায় এক সপ্তাহ। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন তাদের ন্যায্য দাবিগুলিকে সমর্থন করে। তারা আপনার অবিলম্বে মনোযোগের দাবি রাখে।আমরা জানি পশ্চিমবঙ্গ সরকার সমস্ত দাবি পূরণে সম্পূর্ণরূপে সক্ষম। শান্তিপূর্ণ পরিবেশ এবং নিরাপত্তা কখনই বিলাসিতা নয়। তাই তাদের জীবন বাঁচাতে সক্ষম হবে এমন কিছু সাহায্য যদি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের অফিসগুলো করতে পারে তাহলে আমরা তা আনন্দের সঙ্গে সাহায্য করব।"
Indian Medical Association (IMA) writes a letter to West Bengal CM Mamata Banerjee regarding the ongoing hunger strike of Junior doctors.
"It is almost a week since the young doctors of Bengal are on a fast-unto-death struggle. Indian Medical Association supports their just… pic.twitter.com/CO4yBsHDhd
— ANI (@ANI) October 11, 2024