কলকাতা, ২৭ মার্চ: করোনাভাইরাসের (Coronavirus Outbreak) মোকাবিলায় তৈরি হচ্ছে একের পর এক হাসপাতাল। কিন্তু সেই হাসপাতালগুলো আদৌ কী প্রস্তুত রয়েছে, সেই প্রশ্নই উঠল আরও একবার। আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে (R G Kar hospital) শুক্রবার সকাল থেকে শুরু হয় বিক্ষোভ। অভিযোগ, গ্লাভস-মাস্ক নেই হাসপাতালে। নেই স্যানিটাইজারও। অত্যাবশ্যকীয় পণ্যগুলির অভাবে রান্না করবেন না হাসপাতালের রান্নাঘরের কর্মীরা। এমনটাই অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ে আর জি কর হাসপাতাল চত্বর।
অভিযোগ পেতেই ময়দানে নামেন হাসপাতাল কর্তৃপক্ষ। অবশেষে, হাসপাতালের কর্তৃপক্ষের সহায়তায় সকাল পেরিয়ে দুপুর হওয়ার পর রান্নাঘরের কর্মীদের হাতে এসে পৌঁছয় গ্লাভস-মাস্ক-স্যানিটাইজার। এরপর রান্নাঘরে ঢোকেন কর্মীরা। কর্মীদের বিক্ষোভে বিকেল পর্যন্ত অভুক্ত থাকেন রোগীরাও। আরও পড়ুন: Coronavirus Lockdown: করোনার লকডাউনে মদের দোকানে মদ না পেয়ে আত্মহত্যা ব্যক্তির
কিছুদিন আগেই বিক্ষোভ জানিয়েছিল বেলেঘাটা আইডি হাসপাতালের নার্সরা। বেলেঘাটা আইডি হাসপাতালের নার্স ও চতুর্থ শ্রেণির কর্মীরা একাধিক অভিযোগ করেছিলেন, তাঁরা বেলেঘাটা আইডিতে কাজ করেন জানার পরই তাঁদের সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার কোনও বন্দোবস্ত নেই। এছাড়া হাসপাতালেও খাবার নেই। ক্যান্টিন নেই। জল নেই। তার উপর যেখানে প্রাণের সংশয় নিয়ে তাঁরা কাজ করছেন, সেখানে প্রয়োজনীয় নিরাপদ সরঞ্জাম নেই।