কলকাতাঃ 'উই ওয়ান্ট জাস্টিস' যাদবপুর থেকে পাঁশকুড়া, গড়িয়া থেকে শান্তিপুর ১৪ আগস্ট রাতে এই একটা শব্দই কানে ভেসে এসেছে। এ এক অন্য বাংলা। যে বাংলা এগে হয়তো কোনওদিন দেখেনি গোটা বিশ্ব। আর জি করে ঘটে যাওয়া নৃশংস খুন-ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নামলেন বাংলার মেয়েরা। সঙ্গ দিলেন পুরুষেরাও। রাজপথ হল 'দখল।' হাতে মশাল, শঙ্খধ্বনি আর স্লোগান, প্রতিবাদে রাত জাগল কলকাতা থেকে বিষ্ণুপুর, আসানসোল থেকে বাঁকুড়া। এমনকী প্রতিবাদের ঝড় উঠল সুদূর মুম্বই থেকে হায়দরাবাদে। রাজনৈতিক সত্ত্বা ভুলে ন্যায়ের দাবিতে মিছিলে পা মেলালেন লক্ষ-লক্ষ মানুষ। একটাই দাবি, ন্যায় বিচার। যাদবপুর, গড়িয়া থেকে কলেজস্ট্রিট রাস্তায় থিকথিক করছিল মানুষের ভিড়। খুদে, বয়স্ক এ রাতে বয়সের ভেদাভেদ ছিল না। ঘরের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া পাশবিক অত্যাচারের বিরুদ্ধে রাত জাগল শয় শয় 'দুর্গা'রা। সাক্ষী থাকল গোটা বিশ্ব।
মধ্যরাতের বাংলা
"Reclaim The Night": Women Seek Justice In Kolkata Doctor Rape-Murder Case, Hold Massive Protests https://t.co/9h6itLb35m pic.twitter.com/5ebJGk2AAu
— NDTV (@ndtv) August 14, 2024