Mamata Banerjee's Protest ...jpg (Photo Credit: Fcaebook)

কলকাতা, ১৬ অগাস্ট: আরজি কর হাসপাতালে (R.G. Kar Hospital) ভাঙচুরের ঘটনায় সিপিএম, বিজেপিকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। আরজি করে চিকিৎসক নির্যাতনের (Kolkata Doctor Death) ঘটনায় শুক্রবার প্রতিবাদ সভা করে মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ১৪ অগাস্ট রাতে আরজি করে ভাঙচুরের জন্য সিপিএম এবং বিজেপিকে একযোগে দায়ি করেন। মুখ্যমন্ত্রী বলেন, ১৪ অগাস্ট রাতে সিপিএম এবং বিজেপি পতাকা নিয়ে আরজি করের মিছিলে যায়। ডিওয়াইএফআইয়ের পতাকা দেখা যায় সিসিটিভি ফুটেজে। বিজেপির হাতে দেখা যায় জাতীয় পতাকা। এমন দাবির পর মুখ্যমন্ত্রী আরও বলেন, জাতীয় পতাকার অপব্যবহার করা হয়েছে। এর জন্য শাস্তির দাবি করেন মুখ্যমন্ত্রী। মণিপুর, হাথরস, উন্নাওয়ের ঘটনায় সিপিএম এবং বিজেপি কটা করে দল পাঠিয়েছে বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বিজেপি এবং সিপিএম যেন তাঁকে হুমকি না দেয়, সে বিষয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: R.G. Kar Hospital: 'আমার হৃদয় জ্বলে পুড়ে যাচ্ছে, আমি এই ঘটনা সহ্য করতে পারছি না', প্রতিবাদে সরব হয়ে বললেন মুখ্যমন্ত্রী

বিলকিস থেকে উন্নাও, হাথরসের ঘটনা নিয়ে বিজেপির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করতে শোনা যায় মমতা বন্দ্য়োপাধ্যায়কে। মণিপুরে নগ্ন অবস্থায় প্যারেড করানো হয়েছে, গণধর্ষণ করা হয়েছে বলেও তোপ দাগেন মমতা বন্দ্য়োপাধ্যায়।