কলকাতাঃ আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে(R G Kar Medical College and Hospital) কর্তব্যরত তরুণী চিকিৎসক(Lady Doctor) খুন- ধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ। রাজ্যসহ দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন চিকিৎসকেরা(Doctor)। এক সপ্তাহ হতে চলল তালা পড়েছিল আর জি করের ওপিডি বিভাগে। তবে জরুরি পরিষেবা(Emergency Service)চালু ছিল সবসময়ই। অবশেষে আজ, ২০ আগস্ট আর জি করের ওপিডি(OPD) বিভাগের তালা খুলল। তবে সম্পূর্ণ নয়, সীমিত পরিষেবা চালু করা হয়েছে মঙ্গলবার থেকে। হাসপাতালে পরিষেবা বন্ধ থাকায় বিগত কিছুদিন ধরে নাকাল হতে হয়েছে রোগীদের। দূরদূরান্ত চিকিৎসা করাতে এসে ফিরে গিয়েছেন তাঁরা। আজ, ওপিডি পরিষেবা আংশিক চালু হওয়ায় কিছুটা স্বস্তিতে রোগী এবং তাঁদের পরিবার। প্রসঙ্গত, আর জি কর হাসপাতালে ঘটে যাওয়া মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসকেরা। ন্যায়বিচারের দাবিতে একজোট হয়ে আন্দোলন করে যাচ্ছেন তাঁরা।কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে চিকিৎসকমহলের তরফে। পথে নেমেছেন স্বাস্থ্যকর্মীরাও। আর জি কর কাণ্ডের প্রতিবাদে হাসপাতালে নিরাপত্তার অভাবের দাবিতে স্বাস্থ্যমন্ত্রকের বাইরে বসে রোগী দেখার সিদ্ধান্ত নিয়েছেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (All India Institute of Medical Sciences) বা এমসের (AIIMS)-এর চিকিৎসকেরা।
দেখুন ভিডিয়ো
VIDEO | Limited OPD services opened at #Kolkata's RG Kar Medical College and Hospital following days of protest by doctors demanding justice for trainee doctor who was allegedly raped and murdered in the hospital earlier this month.#KolkataDoctorDeath #KolkataDoctorCase… pic.twitter.com/ywwEZNgWyd
— Press Trust of India (@PTI_News) August 20, 2024