কলকাতাঃ ১৪ আগস্ট রাতে শহরের বুকে ঘটে যাওয়া খুন-ধর্ষণের ঘটনার প্রতিবাদে যখন রাস্তায় নেমেছে প্রায় গোটা বাংলা তখনই উত্তপ্ত হয়ে উঠল আর জি কর (R G Kar Hospital)। একদল দুষ্কৃতীদের হামলায় লণ্ডভণ্ড হয়ে গেল সবটা। লাঠি, ইট হাতে হাসপাতালে ঢুকে হামলা চালাল বহিরাগতরা। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল হাসপাতালেরর এমারজেন্সি বিভাগ। পুলিশকে(Police) লক্ষ্য করে শুরু হল ইট বৃষ্টি। প্রাণ হাতে পালিয়ে যেতে বাধ্য হলেন আন্দোলনরত চিকিৎসকেরা(Doctors)। আর এই ঘটনায় ক্ষুব্ধ কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল(Vineet Goyal)। গতকাল রাতেই আর জি করে আসেন তিনি। এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, "দয়া করে গুজব ছড়াবেন না। এতে কলকাতা পুলিশের উপর আস্থা কমছে। আজ যা হল তা শুধুমাত্র ভুল প্রচারের জন্য। আমরা এই বিষয়টি নিয়ে চিন্তিত।" এরপরই ক্ষোভে ফেটে পড়েন তিনি। বলেন, "ডিসি নর্থ এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তিনি অজ্ঞান হয়ে গিয়েছেন। পুলিশকে মারা হয়েছে। আমি ক্রুদ্ধ। কলকাতা পুলিশ কী করেনি! তদন্তের দাবিতে সবকিছু করেছে পুলিশ। দিনরাত এক করে তদন্তের কিনারা করার চেষ্টা করে গিয়েছেন আমার সহকর্মীরা।" গুজব রটানো হচ্ছে বলেও দাবি করেন বিনীত। তাঁর কথায়, "চারিদিকে নানা গুজব রটানো হচ্ছে। এই ক্ষতিকারক প্রচারের জন্য কলকাতা পুলিশের সম্মানহানি হয়েছে। মানুষ আমাদের উপর থেকে ভরসা হারাচ্ছেন।" প্রমাণ ছাড়া এই ধরনের গুজব না রটানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, "একজনকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে। ধৈর্য হারাবেন না। আমরা নিহত চিকিৎসকের পরিবারের পাশে আছি। সঠিক তদন্ত হচ্ছে। তদন্তে সাহায্য করুন। গুজবের ভিত্তিতে প্রমাণ ছাড়া কাউকে পুলিশ গ্রেফতার করতে পারে না। প্রথম থেকেই আমরা স্বচ্ছ ছিলাম। তদন্তের স্বার্থে যা-যা করার দরকার তাই-ই করেছি। দায়িত্ব নিয়ে বলতে পারি আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করিনি। সিবিআইকে তদন্তে সাহায্য করা হচ্ছে। "
শুনুন কী বলছেন
VIDEO | "What has happened here is because of the wrong media campaign as far as Kolkata Police is concerned...what has Kolkata Police not done? My men have worked day and night to collect the best evidence. Rumours are being floated that the accused has links with some… pic.twitter.com/Q7byEILmDA
— Press Trust of India (@PTI_News) August 15, 2024