কলকাতাঃ অবশেষে আর জি কর হাসপাতালে (R.G Kar Medical College and Hospital)তরুণী চিকিৎসক খুন এবং ধর্ষণের ঘটনায় সিবিআই(CBI) তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট(High Court)। এই মামলায় পুলিশ এবং হাসপাতালের ভূমিকা সন্তোষজনক নয় বলেই পর্যবেক্ষণ আদালতের। মঙ্গলবার বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের পর্যবেক্ষণের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে গোটা ঘটনার তদন্তভার দেওয়া হয়। গতকাল, সোমবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। এদিন নিহত চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে দেখা করে বাইরে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা জানান, পুলিশকে রবিবার পর্যন্ত সময় দেওয়া রয়েছে। তার মধ্যে ঘটনার কিনারা না হলে কেস সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু এই ঘটনায় কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া ৫ টি জনস্বার্থ মামলার শুনানিকালে দাবি ওঠে রবিবার পর্যন্ত অপেক্ষা নয়। দ্রুত কেন্দ্রীয় সংস্থার হাতে তুলে দেওয়া হোক তদন্তের ভার। এরপরই সবদিক বিবেচনা করে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এদিন আদালত নির্দেশ দেয়, কোর্টরুমের মধ্যেই এই ঘটনার কেস ডায়েরি সিবিআই-এর হাতে তুলে দিতে হবে। আগামীকাল বেলা ১১ টার মধ্যে সিসিটিভি ফুটেজসহ এই মামলার সমস্থ নথিপত্র হস্তান্তরিত করার নির্দেশও দেওয়া হয়েছে আদালতের তরফে। ৩ সপ্তাহ পর ফের এই পাঁচ জনস্বার্থ মামলার শুনানি হবে বলে জানিয়েছে হাইকোর্ট।
Calcutta High Court ordered a CBI investigation into RG Kar Medical College and Hospital rape-murder incident. Court asked to hand over all documents to CBI immediately. pic.twitter.com/rTBsmOIgsl
— ANI (@ANI) August 13, 2024