কলকাতাঃ ১২ দিন অতিক্রান্ত। এখনও তদন্ত চলছে। আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) জট এখনও পুরোপুরি খোলা যায়নি। ন্যায়বিচারের দাবিতে এখনও আন্দোলন করে যাচ্ছেন চিকিৎসকেরা। থেমে নেই সাধারণ মানুষও। রোজ রাস্তায় নামছেন তাঁরাও। সকলের একটাই দাবি এই নারকীয় অপরাধের বিচার চাই। এ বার এই ঘটনায় ফের মুখ খুললেন অভিনেত্রী এবং প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্ট্যোপাধ্যায়। আর জি কর কাণ্ডে রাজ্যসরকারের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিলেন লকেট। সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া একটি সাক্ষাৎকারে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, "আজ গোটা দেশ ন্যায়বিচারের দাবিতে একত্রিত হয়েছে। আর তৃণমূল কংগ্রেস সরকার এই বিষয়টি থেকে মনোযোগ সরানোর জন্য হাথরাস, উন্নাওয়ের উদাহরণ টেনে আনছে। এদিকে পার্কস্ট্রিট, কামদুনি অনেক ঘটনা তো ঘটেছে। আজও আনন্দপুরে একটি ঘটনা ঘটেছে। কেউ বিচার পাচ্ছে? এখানেই শেষ নয় আর জি কর কাণ্ডে প্রাভবশালী যোগ রয়েছে বলে দবি করে লকেট আরও বলেন,"নিজের সকারের বিরুদ্ধে পথে নেমে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যায়বিচার চাইছেন? রাজ্যসরকার চাইলে বিচার করতেই পারত। কিন্তু করবে না কারণ এর সঙ্গে অনেক প্রভাবশালী যোগ রয়েছে। তাই নজর ঘোরাতে হাথরস, উন্নাওকে টেনে আনা হচ্ছে।" প্রসঙ্গত, দু'দিন আগে সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার পরিচয় প্রকাশের জন্য লালবাজারে তলব করা হয়েছিল বিজেপি নেত্রী লকেট চট্ট্যোপাধ্যায়কে। লালবাজারে হাজিরা দেন ।
রাজ্যসরকারকে আক্রমণ লকেটের
VIDEO | Kolkata doctor rape and murder case: "Today the entire country is standing together for justice. Whenever you ask the TMC government, they talk about Hathras, Unnao to distract from this matter. Mamata Banerjee is protesting against the government for justice but what is… pic.twitter.com/pkNUWjNHZG
— Press Trust of India (@PTI_News) August 21, 2024