কলকাতাঃ শহরের বুকে আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে(R G Kar Medical College and Hospital)কর্মরত মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের(Rape)ঘটনার প্রতিবাদে ১৪ আগস্ট রাতে রাস্তায় নেমেছিলেন বাংলার মা-বোনেরা। রাজপথে যখন ন্যায় বিচারের দাবিতে হাঁটছেন হাজার-হাজার মানুষ, তখন আর রি কর হাসপাতালে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী। মুহূর্তে রণক্ষেত্রের চেহারা ধারণ করে গোটা হাসপাতাল চত্বর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় হাসপাতালের জরুরি বিভাগ। পুলিশকে(Police) লক্ষ্য করে শুরু হয় ইটবৃষ্টি। প্রাণ হাতে আন্দোলনের মঞ্চ ছেড়ে পালাতে বাধ্য হন আন্দোলনরত চিকিৎসকেরা। এ বার সেই ভয়াবহ রাতের অভিজ্ঞতা জানালেন এদিন রাতে হাসপাতালে কর্মরত একজন নিরাপত্তারক্ষী। সংবাদসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রণয় দাস নামে ওই নিরাপত্তারক্ষী বলেন, "হাসপাতালে আর কিছু বেঁচে নেই। রাত ১ টা নাগাদ ৫০০ থেকে ১০০০ লোক আসে। হাসপাতালে ঢুকে ভাঙচুর শুরু করে। আমরা গেট বন্ধ করে দিই। কিন্তু সেই গেট ভেঙে ফেলা হয়। আমরা অন্য গেটে চলে যাই। সেই গেটও ধাক্কা দিয়ে ভেঙে ফেলা হয়। ওরা সংখ্যায় অনেক ছিল। আমরা হাতে গোনা কয়েকজন। তাই পেরে উঠিনি।" চোখের নিমেষে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর জি করের জরুরি বিভাগ। এই প্রসঙ্গে তিনি বলেন, "ভিতরে আর কিছু অবশিষ্ট নেই। কম্পিউটার থেকে সিসিটিভি ক্যামেরা সব ভেঙে দিয়েছে। এরা কারা জানি না। চেনা সম্ভবও নয়।" রাতের অন্ধকারে কারা এই হামলা চালাল? কী এদের পরিচয়? প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।
শুনুন কী বলছে
#WATCH | Pronoy Das, a security guard at RG Kar Medical College and Hospital who was on duty here last night when vandalisation took place, says, "Around 1 am last night when about 500-1000 people came here...We locked the gate here but they broke it down. We went to another… https://t.co/Fg3JqRPn9R pic.twitter.com/ULKQsxwMwZ
— ANI (@ANI) August 15, 2024