বৃহস্পতিবার রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সিকিম থেকে সোজা আলিপুরদুয়ারে এলেন তিনি। আর এই আলিপুরদুয়ার থেকেই সিটি গ্যাস বিতরণ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন কোচবিহার ও আলিপুরদুয়ারের মানুষজন। এই প্রকল্পের জন্য কেন্দ্রের খরচ হতে চলেছে ১০১০ কোটি টাকা। উপকৃত হবে আড়াই লক্ষ পরিবার এবং ১০০-র বেশি বানিজ্যিক প্রতিষ্ঠান, স্থাপন করা হবে ১৯টি সিএনজি স্টেশন। এই প্রকল্পের ফলে সিএনজি সিলিন্ডারের ব্যবহার অনেকটাই কমে যাবে বলে মনে করছেন অনেকে। সেই সঙ্গে বাড়বে কর্মসংস্থানের সুযোগও।
সিটি গ্যাসের সুধিবা পাচ্ছে একাধিক রাজ্য
এদিন প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে আমাদের দেশ জ্বালানি খাতে অনেকটা এগিয়ে গিয়েছে আজ আমাদের জ্বালানি ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে। ২০১৪ সালে আগে দেশের ৬৬টি জেলা সিটি গ্যাসের সুবিধা ছিল। এখন সেটা ৫৫০টির বেশি জেলায় এই সুবিধা পৌঁছে গিয়েছে। এখন এই প্রকল্প গ্রাম ও ছোট শহরেও যাচ্ছে। লক্ষাধিক ঘরে পাইপের মাধ্যমে গ্যাস পৌঁছে যাচ্ছে। সিএনজির কারণে পরিবহণের পরিবর্তন এসেছে। পরিবেশ দূষণ অনেকটাই কমেছে। এতে স্বাস্থ্যও ঠিক থাকছে এবং পকেটেও চাপ কম পড়ছে।
দেখুন প্রধানমন্ত্রীর বক্তব্য
#WATCH | Alipurduar, West Bengal | PM Narendra Modi says, "In the last few years, India has made unprecedented progress in the energy sector. Today, our country is rapidly progressing towards an energy-based economy... The city gas distribution network has reached more than 5,520… pic.twitter.com/Nn8efqoLT7
— ANI (@ANI) May 29, 2025
মহিলাদের ধোঁয়া থেকে মুক্তি মিলেছে
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা ২০১৬ তে সিটি গ্যাস প্রকল্প এনেছি। এর মাধ্যমে কয়েকটি কোটি মহিলার জীবন সহজ করে দিয়েছি। এতে তাঁদের ধোঁয়া থেকে মুক্তি মিলেছে। তাঁদের স্বাস্থ্য উন্নত হয়েছে। এবং সব থেকে বডৃ কথা রান্নাঘরে তাঁদের সম্মান বেড়েছে। ২০১৪-এর আগে দেশে ১৪ কোটির কম এলপিজি সিলিন্ডার ব্যবহার হত। আজ সেই সংখ্যা ৩১ কোটিরও বেশি হয়েছে। সেই সঙ্গে বেড়েছে এলপিজি ডিস্ট্রিবিউটারের সংখ্যাও। সেই কারণে এখনও গ্রামেগঞ্জেও সহজে গ্যাস পাওয়া যাচ্ছে।
দেখুন প্রধানমন্ত্রীর বক্তব্য
#WATCH | Alipurduar, West Bengal | PM Narendra Modi says, "All of you are familiar with Urja Ganga Gas Pipeline Project. This project is a revolutionary step in the gas based economy. Under this policy, gas pipeline has been connected to eastern India... With all these efforts of… pic.twitter.com/3cIDXwPPw3
— ANI (@ANI) May 29, 2025
উর্জা গঙ্গা গ্যাস প্রকল্প
প্রধানমন্ত্রী আরও বলেন, আপনারা সকলেই উর্জা গঙ্গা গ্যাস প্রকল্পের সাথে পরিচিত। এই প্রকল্পের সাথে পূর্ব ভারতের সাথে গ্যাস পাইপলাইন সংযুক্ত করা হচ্ছে। এরফলে নতুন কর্ম সংস্থান হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে দেশে বহু মানুষ উপকৃত হবেন। গ্যাসভিত্তিক শিল্পগুলি এর মাধ্যমে অনেক উপকৃত হবে।