কলেজ স্ট্রিটে রাস্তা আটকে আন্দোলন প্রসিডেন্সির পড়ুয়াদের (Photo: Facebook)

কলকাতা, ৬ মার্চ: কাল বিকেল থেকে কলেজ স্ট্রিট ( College Street) চারমাথার মোড়ে রাস্তার উপর বসে হিন্দু হস্টেলের (Hindu Hostel) সংস্কারসহ নানা দাবিতে অবস্থান বিক্ষোভ করছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের (Presidency University) পড়ুয়ারা। উপাচার্য বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি মেটানোর আশ্বাস না দেওয়া পর্যন্ত এই অবস্থান চলবে বলে জানিয়েছেন তাঁরা। আজ এই পথ অবরোধকে কেন্দ্র করে উত্তপ্ত হয় কলেজ স্ট্রিট চত্বর। হিন্দু হস্টেল সংক্রান্ত যাবতীয় সমস্যা বিশ্ববিদ্যালয়ের ভিতর মিটিয়ে নিক পড়ুয়ারা, দাবি পথচলতিদের। তবে এখনও পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় বিক্ষোভকারীরা। দাবিপূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে বলেই জানিয়েছে তারা।

সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল পাঁচটা থেকে একটানা সাড়ে আঠারো ঘণ্টা ধরে কলেজ স্ট্রিটে অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। তার জেরে শুক্রবার সকাল থেকেই ওই চত্বরে তীব্র যানজট। ভোরের দিকে গাড়ির গতিপথ বদল করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কলকাতা পুলিশ। তবে তাতে বিশেষ লাভ হয়নি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা যে বাড়বে তা আঁচ করেছিলেন প্রশাসনিক আধিকারিকরা। সেই আশঙ্কাই যেন সত্যি হল। সাধারণ পথচলতি মানুষেরা সঠিক সময়ে গন্তব্যে পৌঁছতে না পেরে মেজাজ হারান। বেশ কয়েকজন মানুষ প্রতিবাদের সুর চড়ান। তাঁদের বক্তব্য, হিন্দু হস্টেল সংক্রান্ত যাবতীয় সমস্যা একেবারেই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিষয়। সাধারণ মানুষের তা নিয়ে মাথাব্যথা নেই। তাই ছাত্রছাত্রীরা নিজেদের সমস্যা বিশ্ববিদ্যালয়ে চত্বরে মিটিয়ে নিক। কোনওভাবেই রাস্তা অবরোধের মাধ্যমে দাবিপূরণের চেষ্টা করা উচিত নয়। আরও পড়ুন: Rabindra Bharati University Basanta Utsav 2020: রবীন্দ্রভারতীর বসন্ত উৎসবে মহিলাদের পিঠে আবিরে আঁকা রবীন্দ্রনাথের বিকৃত গান, প্রশ্নের মুখে বাঙালির শিক্ষা সংস্কৃতি

অবরোধ হঠাতে গেলে পথচলতিদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। তাঁদের দাবি, যতক্ষণ না পর্যন্ত উপাচার্য অনুরাধা লোহিয়া হিন্দু হস্টেল ইস্যুতে কথা বলছেন, ততক্ষণ বিক্ষোভ-অবরোধ জারি থাকবে। বাকবিতণ্ডার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। বিক্ষোভকারীদের অভিযোগ, পুলিশ জোর করে অবরোধ তোলার চেষ্টা করে। এমনকী ছাত্রীদের গায়েও হাত দেওয়া হয় বলেও অভিযোগ। তবে এই অশান্তি নিয়ে সেভাবে মাথা ঘামাতে নারাজ উপাচার্য। একই অবস্থানে থেকে তাঁর দাবি, "সংস্কারের টাকা পেলে হিন্দু হস্টেল সারানোর উদ্যোগ নেওয়া হবে। রাস্তা অবরোধ করলে শুধুমাত্র সাধারণ মানুষেরই অসুবিধা হবে। এভাবে দাবিপূরণ হওয়া সম্ভব নয়। হস্টেলে কারা কাজ করবেন বিক্ষোভকারীরা তা ঠিক করে দিতে পারে না।"