Sanjay Roy (Photo Credit: X)

আরজি কর হাসপাতালের ঘটনায় অন্যতম অভিযুক্ত সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট (Polygraph Test) হতে পারে আগামী রবিবার। জানা যাচ্ছে, শনিবার বিকেল ৫টা নাগাদ প্রেসিডেন্সি জেলে  যান সিবিআই আধিকারিকরা। প্রায় ১ ঘন্টা ৩০ মিনিট ধরে পরিদর্শন করেন তাঁরা। পলিগ্রাফ টেস্টের জন্য এই জেলে বিশেষ ব্যবস্থা করা যাবে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখতেই এদিন সিবিআই টিম আসেন। এই জেলেই রয়েছে এই ঘটনার প্রধান অভিযুক্ত। বেশ কয়েকদিন আগেই শিয়ালদহ কোর্ট পলিগ্রাফ টেস্টের জন্য সিবিআইকে অনুমতি দিয়েছিল। এদিকে শনিবার সকাল থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ পাঁচজনের পলিগ্রাফ টেস্ট হয়েছে। যদিও সেই নিয়ে তদন্তকারী আধিকারিকরা কোনও মন্তব্য করেননি।

তবে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে এর আগে দফায় দফায় জেরা করে সিবিআই। কিন্তু তাঁর উত্তরে একাধিক অসংগতি পাওয়া গিয়েছে। এমনকী বেশিরভাগ প্রশ্নই এড়িয়ে চলছিল বলে জানা গিয়েছে। সেই কারণেই আদালতে সিবিআইয়ের তরফ থেকে পলিগ্রাফ টেস্টের আবেদন করা হয়। রবিবার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এই পলিগ্রাফ টেস্টে মাধ্যমে এই তদন্তের অনেক জট খুলে যাবে বলে অনুমান সিবিআই অফিসারদের। এদিকে শনিবার সকাল থেকেই আরজি করের ঘটনার রাতের একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গিয়েছে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ারকে।

ওইদিন গভীর রাতে যখন সঞ্জয় ওই সেমিনার হলে যাচ্ছিল তার আগে হাসপাতালের একটি করিডোরে তাঁকে দেখা যায়। গলায় ছিল সেই ব্লুটুথ কলার হেডফোন এবং হাতে হেলমেট। ওই করিডোর থেকে কয়েক পা এগোলেই ছিল সেমিনার হল, যেখানে মহিলা চিকিৎসক ডিউটি করে বিশ্রাম নিচ্ছিলেন। এমনকী ঘটনার পর সেমিনার হল থেকে বেরোনোর মুহূর্তের ফুটেজও সিবিআইয়ের হাতে আছে। তবে সেই ফুটেজ প্রকাশ্যে আসেনি।