
এই বেআইনি কারবারি রুখতে দিনভর একাধিক জায়গায় হানা দিয়েছে পুলিশ। হাবড়া (Habra) থেকেও এই ধরনের খবর আসছিল। তবে সেখানে হানা দিতে গিয়ে বিপাকে পড়েন পুলিশ আধিকারিকরা। কয়েকজন চড়াও হয় তাঁদের ওপর। যার জেরে আহত হয়েছে কর্তব্যরত পুলিশকর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিরাট পুলিশবাহিনী। আক্রান্ত পুলিশকর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরবর্তীকালে ঘটনাস্থলে পুলিশ এসে পাঁচজনকে গ্রেফতার করেছে। বাকিদের খোঁজে জারি তল্লাশি অভিযান।
পুলিশের ওপর চড়াও মত্ত যুবক
জানা যাচ্ছে, এদিন দুপুরে হাবড়া থানায় খবর আসে বদর এলাকায় বেআইনিভাবে মদ বিক্রি হচ্ছে। খবর পেয়েই ঘটনাস্থলে হানা দেয় কয়েকজন পুলিশকর্মী। এদিকে পুলিশ দেখে ভয় পাওয়ার বদলে কয়েকজন মত্ত যুবক তাঁদের ওপর চড়াও হয়। অভিযোগ মারধর করে ওই পুলিশ আধিকারিকদের। আক্রান্ত হন দুজন।
পুলিশের ওপর হামলায় গ্রেফতার ৫
খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিরাট পুলিশ বাহিনী। পুলিশ দেখে হামলাকারীরা পালানোর চেষ্টা করে। তাঁদের মধ্যে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা পালিয়ে গিয়েছে। তাঁদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। ঘটনার পর থমথমে এলাকা।