বড় সাফল্য পেল অশোকনগর থানা। মঙ্গলবার ভোররাতে দিঘীরহাট কচুয়া রোডে মেনা মাঠ এলাকায় নাকা চেকিং করার সময় একটি প্রাইভেট গাড়ি দেখে সন্দেহ হলে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে উদ্ধার হয় একটি বস্তা। তার মধ্যে ছিল প্রায় ৩১ কেজি গাঁজা এবং গাড়িতে থাকা ছজনকে আটক করে তল্লাশি চালালে উদ্ধার হয় দুটি পাইপ গান ও চার রাউন্ড গুলি। পাশাপাশি আর এক অভিযুক্তকে অশোকনগর নৈহাটি রোডের হিজলিয়া এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ, তার কাছে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় আরেকটি পাইপগান।মোট সাতজনকে গ্রেফতার করে মঙ্গলবার ভোররাতে অশোকনগর থানা।
গাজা পাচারকারী ছজনকে ১৪ দিনের পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পেশ করা হয় পাশাপাশি পৃথক ঘটনায় আর একজন গ্রেপ্তার তাকে আট দিনের পুলিশ হেফাজত চেয়ে মঙ্গলবার বারাসাত আদালতে পেশ করে পুলিশ।গাঁজা পাচারকারী ছয়জনের কাছ থেকে প্রাইভেট গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ ।
ছয় অভিযুক্ত ,( ১)সৈয়দ শহিদুল ইসলাম বাড়ি ডায়মন্ড হারবার
(২) আব্দুল বারিখ খান বাড়ি ডায়মন্ড হারবার
(৩) রফিক আলী শেখ বাড়ির ডায়মন্ড হারবার
(৪) গুলজার মোহাম্মদ বাড়ি তিলজলা থানা এলাকায়
(৫) দীনবন্ধু মন্ডল বাড়ি অশোকনগর থানায এলাকায়
(৬) রুস্তম খান বাড়ি বিহার
(৭) অসীম কুমার দাস বাড়ি অশোকনগর থানায এলাকায়