Durga Puja (Photo Credit: Twitter)

কলকাতা, ১০ অক্টোবর: রাজ্যে দুর্গাপুজোয় (Durga Puja 2021) হতে পারে নাশকতা, জঙ্গি হানা। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্য সরকারকে পাঠানো চিঠিতে এই আশঙ্কার কথা জানিয়ে সতর্ক থাকার কথা জানিয়েছ। পুজোর ভিড় এবং প্রতিমা নিরঞ্জনের দিকে বিশেষ নজর রাখতে বলা হয়েছে। রাজ্যে জঙ্গি হামলা থেকে শুরু করে আইনশৃঙ্খলা সহ নানা ধরনের সমস্যা কিছু হতে পারে। এমনিতে দুর্গাপুজোর সময় কলকাতার নিরাপত্তা নিশ্চিদ্র থাকে। রাস্তায়, বড় মণ্ডপগুলি ঘিরে মোতায়েন থাকে প্রচুর সংখ্যক পুলিস। তবে জঙ্গি হামলার আশঙ্কায় সব দুর্গাপুজো কমিটি যেন প্রচুর সংখ্যক স্বেচ্ছাসেবক রাখে তা নিশ্চিত করা হচ্ছে। তাঁরা যোগাযোগ রাখবে স্থানীয় থানার সঙ্গে। কোনওরকম সন্দেহজনক কিছু দেখলেই তা স্থানীয় থানার পুলিশের কাছে খবর চলে যাবে। আরও পড়ুন: তৃণমূলের 'খেলা হবে' স্লোগান এবার ভবানীপুর দুর্গোৎসব সমিতির পুজোর থিম, দেখুন ছবি

এদিকে, আজ মহাপঞ্চমী (Maha Panchami)। মহালায়ার পর থেকেই অবশ্য ঠাকুর দেখা পুরো মাত্রায় শুরু হয়ে গিয়েছে বাঙালির। তবে গতকাল, শনিবার চতুর্থীতে ভিড়টা চোখ পড়ার মত হল। সন্ধ্যা থেকেই উত্তর থেকে দক্ষিণ, শ্রীভূমি (Sreebhumi Durga Puja Pandal) থেকে বেহালা ক্লাব (Behala Club)-লোকে লোকারণ্য। তবে আগের মত ভিড় মানেই তো ফুল মার্কস নয়, এই করোনা কালে তৃতীয় ঢেউয়ের মুখে দাঁড়িয়ে ভিড় মানেই ভাইরাসের এন্ট্রির পথ সুগম করা। তাই এবার পুজোর আয়োজকরা অনেকটাই সজাগ। দর্শনার্থীদের মুখে মাস্ক না থাকলেই রে রে করে এগিয়ে আসছেন সবাই।

আদালত-প্রশাসনের নির্দেশ মত সবাই খোলা প্যান্ডে করেছেন। তবে সুরুচির মত হাইপ্রোফাইল পুজোয় খোলা প্যান্ডেলও গতকাল সন্ধ্যা, এমনকি রাতেও ভিড় হয়েছে। করোনা কালে কলকাতার পুজোর সেই ধারভার কিছুটা কমেছে ঠিকই, কিন্তু রাতের আলোয় শহরের সেই মায়াবি মুখটা এবারও জ্বলজ্বল করছে। পুজোর রাতের শহরের মায়াবি আলোয়, নিজেকেও রঙীন দেখাচ্ছে।