মোটের ওপর এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে রামনবমী (Ram Navami)। কলকাতা তো বটেই, এমনকী প্রতিটি জেলাতে যেখানে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা বা পুজো হচ্ছে, সেসব জায়গাতেই মোতায়েন রয়েছে পর্যাপ্ত পরিমাণে পুলিশ। যার ফলে কোনও জায়গা থেকেই ঝামেলার খবর আসেনি। এর থেকে স্পষ্ট যে বিগত কয়েকবছরে যে গাফিলতিগুলি হয়েছিল সেগুলি থেকে শিক্ষা নিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। তাই এইবছরে রাজ্যজুডি নির্বিঘ্নে পালন হচ্ছে রামনবমী।
রামনবমীতে রাজ্যে শান্তি বজায় রাখতে চান পুলিশ কমিশনার
এই প্রসঙ্গে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা (Manoj Kumar Verma) বলেন, "সকলকে রামনবমীর জন্য অনেক শুভেচ্ছা। সকলেই যাতে শান্তিপূর্ণভাবে রামনবমী পালন করতে পারে সেটাই এখন আমাদের একমাত্র লক্ষ্য। বিগত দু'মাস ধরে রাজ্যবাসী রামনবমী কীভাবে সুষ্ঠুভাবে পালন করতে পারে, পুলিশি নিরাপত্তা কীভাবে দেওয়া যেতে পারে এই নিয়ে পরিকল্পনা করেছিলাম। তাই আজ সব জায়গায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। এবং সেই কারণে প্রতিটি শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে হচ্ছে"।
দেখুন পুলিশ কমিশনারের বক্তব্য
#WATCH | Kolkata, West Bengal | On security arrangements, Commissioner of Police Manoj Kumar Verma says, "I extend my wishes to everyone on the occasion of Ram Navami. For the last 2 months, we have been taking feedback regarding police arrangements. Till now, no unpleasant event… pic.twitter.com/utKBsWidAW
— ANI (@ANI) April 6, 2025
অতীতে রামনবমী ঘিরে অশান্ত হয়েছিল বাংলা
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই রামনবমী পালন নিয়ে রাজ্যে চাপানউতোর চলছিল। বিগত কয়েকবছরে হাওড়া, হুগলি, মেদিনীপুর সহ একাধিক জায়গায় রামনবমী পালন নিয়ে ঝামেলা হয়েছিল। ফলে এই বছরে যাতে সুষ্ঠুভাবে পালন হয় সেটা একপ্রকার চ্যালেঞ্জ ছিল পুলিশ প্রশাসন।