কলকাতা, ৭ অগাস্ট: সল্টলেকের (Saltlake) চার নম্বর গেটের কাছে আটক ইশা সাহার গাড়ি। শুক্রবার রাতে সল্টলেকে চার নম্বর গেটের কাছে নাকা চেকিংয়ের জেরে ধরা পড়ে টলিউড অভিনেত্রী ইশা সাহার ( Ishaa Saha) গাড়ি। অভিযোগ, গাড়ি আটক করার পর চালক বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। যার জেরেমোটর ভেহিকেলস আইনে গাড়ি আটটক করা হয়।
করোনার (Corona) জেরে রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাজ্যের সর্বত্র নাইট কারফিউ চলছে। সেই কারফিউ ভেঙে অভিনেত্রী কেন বাড়ির বাইরে বের হলেন, তা নিয়ে প্রশ্ন করা হয় পুলিশের তরফে। যার উত্তর ঠিকভাবে দিতে পারেননি ইশা সাহা। ফলে মোটর ভেহিকেলস অ্যাক্টে মামলা দায়ের করা হয় টলিউড অভিনেত্রীর গাড়ির চালকের বিরুদ্ধে।
আরও পড়ুন: Taliban: ফের হানাদারি, আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহর দখল তালিবানের
প্রসঙ্গত অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে বেশ কয়েকদিন ধরে খবরে উঠে আসছে ইশা সাহার নাম। শোনা যাচ্ছে, ইশা সাহার সঙ্গে সম্পর্কের জেরেই নাকি ইন্দ্রনীল সেনগুপ্ত এবং বরখা বিস্ত সেনগুপ্তের মাঝে দূরত্ব বেড়েছে। তবে ইন্দ্রনীল সেনগুপ্ত এবং ইশা সাহা সম্পূর্ণ বিষয়টি রটনা বলে উড়িয়ে দেন।