আত্মঘাতী হওয়া যুবকের দেহ উদ্ধার করতে গিয়ে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়ে ওঠে পাণ্ডবেশ্বর (Pandabeswar)। পুলিশের সঙ্গে মৃতের পরিবার ও এলাকাবাসীদের খণ্ডযুদ্ধে ঝড়ল রক্ত। আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। গ্রেফতার বেশ কয়েকজন। গ্রামবাসীদের অভিযোগ, পুলিশ ঘটনাটি আত্মঘাতী বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও আদপে যুবককে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে বুধবার সকাল থেকেই উত্তপ্ত পাণ্ডবেশ্বরের কুমারডিহি গ্রাম।তবে পরে পুলিশে বিশাল বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এখনও থমথমে রয়েছে এলাকা।

উদ্ধার হয় যুবকের ঝুলন্ত দেহ

জানা যাচ্ছে, গত বুধবার রাত থেকেই নিখোঁজ ছিল কুমারডিহি গ্রামের বাউরি পাড়ার এক যুবক। বৃহস্পতিবার সকালে রুইদাস পাড়ায় একজনের বাড়ি থেকে উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। প্রতিবেশীদের দাবি, যার ঘর থেকে দেহ উদ্ধার হয়েছে সেই বাড়ির এক মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল ওই যুবক। বুধবার রাতে সেই মহিলার স্বামীই ওই যুবককে খুন করেছে বলে অভিযোগ মৃতের পরিবারের।

ইটের ঘায়ে আহত পুলিশকর্মী

তবে বৃহস্পতিবার সকালে পুলিশ মৃতের পরিবারকে না জানিয়েই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় দেহ। এই নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করে যুবকের পরিবার ও প্রতিবেশীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গেলে আরও উত্তপ্ত হয়ে ওঠে। কার্যত পুলিশকে দেখে ইটবৃষ্টি শুরু করে গ্রামবাসী। আর তাতেই আহত হন বেশ কয়েকজন। এদের মধ্যে একজন পুলিশ আধিকারিকের মাথায় আঘাত লাগে। তাঁকে তড়িঘড়ি পাঠানো হয় হাসপাতালে। অন্যদিকে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী।