Representational Image (Photo Credits: Pixabay)

ভুযো চিঠি নিয়ে বিএসএফ (BSF) ক্যাম্পে ট্রেনিংয়ে যোগ দিতে গিয়েছিলেন মুর্শিদাবাদের দুই যুবক। কিন্তু প্রশিক্ষণে যোগ দেওয়ার আগেই ঝাড়খণ্ড পুলিশ গ্রেফতার করল দুজনকে। রবিবার ঘটনাটি ঘটেছে হাজারিবাগের মেরুতে বিএসএফ ট্রেনিং সেন্টার ও স্কুলে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, ধৃতরা বাংলার মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। তাঁরা বিএসএফে যোগ দিতেই এমন ঘটনা ঘটিয়েছে। যদিও এই দুই যুবক ছাড়া আর কেউ এই ঘটনা ঘটিয়েছে কিনা, তা খতিয়ে দেখছে হাজারিবাগ মুফাসসিল থানার পুলিশ।

সন্দেহ হয় বিএসএফ আধিকারিকদের

জানা যাচ্ছে, এদিন সকালে রবি বেসরা এবং ভোলু সোরেন নামে দুই যুবক ট্রেনিং সেন্টারে আসে। তাঁদের কাছে বিএসএফের চিঠি দেখতে চাইলে তাঁরা তা দেয়। তবে চিঠি দেখে সন্দেহ হয় বিএসএফ আধিকারিকদের। তাঁরা সেটি উর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠালে জানা যায় চিঠি দুটি ভুয়ো। এরপর খবর দেওয়া হয় স্থানীয় থানায়।

গ্রেফতার দুই অভিযুক্ত

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাঁদের জিজ্ঞাসাবাদ করলে সামনে আসে আসল সত্য। এরপর অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আগামীকাল আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিকরা।